বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পর্দায় ফিরছেন বুবলী

বিনোদন রিপোর্ট
  ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ব্যক্তিগত জীবন নিয়ে নানা টানাপড়েন চললেও কাজ বন্ধ করেননি চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। এরই মধ্যে তিনি শেষ করেছেন চয়নিকা চৌধুরী পরিচালিত 'প্রহেলিকা' সিনেমার কাজ। এ সিনেমার মাধ্যমেই প্রথমবার যেমন তিনি চয়নিকার সঙ্গে কাজ করলেন তেমনই টিভি ও চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন। পাশাপাশি প্রহেলিকার মুক্তির মধ্য দিয়েই নতুন বছরে প্রথমবার বড় পর্দার দর্শকের সামনে আসছেন এই নায়িকা। সিনেমাটি নিয়ে বুবলী বলেন, 'আমাদের পুরো জীবন ও সম্পর্ক রহস্যে ঘেরা। আর এই রহস্যঘেরা সম্পর্ক নিয়েই নির্মিত হয়েছে প্রহেলিকা। সত্যি বলতে চোখে যা দেখা যায়, আসলে তা দেখা নয়। তবে সত্যিকারের প্রহেলিকা আসলে কী, সেটা সিনেমা দেখার পর দর্শক জানবে। আমি জানি না। হলে গিয়ে দর্শক সিনেমাটা দেখে বলবে, প্রহেলিকাটা কী?' পান্থ শাহরিয়ারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। মাহফুজ আহমেদ ও চয়নিকা চৌধুরীর সঙ্গে কাজ করা প্রসঙ্গে বুবলী বলেন, 'মাহফুজ ভাই আমার সহশিল্পী হবেন এটা শুনেই কাজটা করার জন্য রাজি হয়ে যাই। তবে একটু ভয়ও ছিল। তিনি খুবই যত্ন নিয়ে কাজ করেন। আমার কাজ পছন্দ হবে কি না এসব নিয়ে ভয় ভয় লাগছিল। তবে শুটিংয়ে গিয়ে দেখলাম ভাইয়া অনেক সহজ একজন মানুষ। খুব দ্রম্নতই সহশিল্পীর ভেতরকার জড়তা কাটিয়ে দিতে পারেন। চয়নিকা দিদির নির্দেশনায় আমরা খুব আনন্দ নিয়ে কাজ করেছি। দর্শক হলে গিয়ে ছবিটা দেখলে আরও বেশি আনন্দ পাবেন। কারণ এতে দারুণ একটা গল্প আছে।'

এই ছবি দিয়ে চার বছর পর ক্যামেরায় ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সহশিল্পী বুবলীর প্রশংসা করে মাহফুজ আহমেদ বলেন, 'বুবলিকে খুবই পাংচুয়াল আর্টিস্ট হিসেবে পেয়েছি। তার ভেতরে কোনো জড়তা পাইনি। আমরা যত সিনিয়রই হই, শুটিংয়ের আগের দিন বার্ষিক পরীক্ষার আগের রাতের অনুভূতি ফিরে আসে। তবে প্রহেলিকায় খুব আনন্দ নিয়ে কাজ করেছি। গল্পটা চমৎকার। ছবিটা দর্শক পছন্দ করবে বলেই আমার বিশ্বাস।'

মাহফুজ-বুবলি ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উলস্নাহ, সাবিহা জামানসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে