মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সালমান শাহকে নিয়ে ওয়েব সিরিজে পরিবারের আপত্তি

বিনোদন রিপোর্ট
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

প্রয়াত তারকা সালমান শাহর মৃতু্য রহস্য ওটিটি পস্ন্যাটফর্ম হইচই 'বুকের মধ্যে আগুন' নামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করেন তানিম রহমান অংশু। যেখানে সালমান শাহ্‌র মৃতু্যর ঘটনা আইনি প্রক্রিয়াতেই কোনো সুরাহা হয়নি সেখানে কীসের ভিত্তিতে এই ওয়েব সিরিজ হলো- এমন প্রশ্ন তুলেছে সালমানের পরিবার। যদিও সিরিজটির ট্রেইলার এবং সংশ্লিষ্টদের অভিব্যক্তিতে স্পষ্ট হয় এর গল্পটি সালমান শাহ্‌'র মৃতু্য-রহস্য নিয়েই। জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত অংশুর এই সিরিজটি নিয়েই চলছে এখন সালমান শাহর পরিবারে তোলপাড়! সালমান শাহর মা নিলুফার চৌধুরী জানিয়ে দেন, এটি বন্ধের দাবিতে আইনজীবী ফারুক আহমেদের মাধ্যমে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন তিনি। যার মাধ্যমে সালমান শাহর নামে গান, নাটক, সিনেমা বা ওয়েব সিরিজ নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন। তাই নয়, ওয়েব সিরিজ নির্মাতা, কলাকুশলী ও অভিনয় শিল্পীদের বিরুদ্ধে অচিরেই ফরমান জারির কথাও জানান নীলা চৌধুরী। তবে ইতোমধ্যেই সালমান শাহ্‌'র মামা আলমগীর কুমকুম রোববার (৫ ফেব্রম্নয়ারি) একটি লিগ্যাল নোটিশ পাঠান সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে।

এদিকে এই নোটিশ প্রসঙ্গে নির্মাতা তানিম রহমান অংশুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন কোনোও নোটিশ এখনো পাননি। নোটিশের বক্তব্য সম্পর্কে বলেন, 'এই মামলা বা লিগ্যাল নোটিশের সঙ্গে আমার কোনো কাজের সংযুক্তি খুঁজে পাচ্ছি না। ফলে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারছি না।'

জানা গেছে, সিরিজটিতে কোথাও সালমান শাহ্‌র নাম না আসলেও ট্রেলারের একটি দৃশ্যে ক্ল্যাপস্টিকে দেখা যায় 'কল্পনার নায়ক' নামটি। যা মনে করিয়ে দেয় সালমান শাহর সুপারহিট 'স্বপ্নের নায়ক' ছবিটির নাম। এতে নায়কের নাম দেওয়া হয় আরমান রহমান জয়। দেখানো হয় হ্যাট-কটি পরা সালমান শাহের আদলে গড়া এক সুপারস্টারের ব্যাকলুক। যা ক্যারিয়ারের শীর্ষে ওঠে এক অন্ধকার রহস্যে জড়িয়ে যায়। সেই সুপারস্টারের জীবন নিঃশেষ হয়ে গিয়েছিল এক রাত্রে। সেটি হত্যা নাকি আত্মহত্যা? এমন প্রশ্নকে সামনে এনে ট্রেলারের সামনে আসেন অভিনেতা অপূর্ব। যিনি নিজেকে পরিচয় দেন এভাবে, 'আমি এএসপি গোলাম মামুন। এই মামলাটির দায়িত্ব নিচ্ছি। দেখি এতদিনের এই অজানা রহস্য কতটা সলভ করতে পারি।'

সালমান শাহ পরিবার ও ভক্তদের আপত্তি এখানেই, ২৭ বছরের অমীমাংসিত রহস্যের ফলাফল না জানি কী তুলে আনে এই সিরিজে। আলফা-আইয়ের প্রযোজনায় নির্মিত সিরিজটি চলতি ফেব্রম্নয়ারিতে হইচই অ্যাপে মুক্তির কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে