সা ক্ষা ৎ কা র

ভালোবাসার নাটকে নেই মেহজাবীন

মেহজাবীন চৌধুরী- ছোট পর্দার অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী। গত কয়েক বছর ধরেই শীর্ষ অবস্থান ধরে রেখেছেন এই তারকা। লাস্যময়ী এই মডেল-অভিনেত্রী ১৬ বছর বয়সে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পদার্পণ করেন। এরপর বাংলালিংক দেশ- বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে আলোচনায় আসেন। তখন থেকেই সাফল্যের পথে হাঁটতে থাকেন তিনি। যদিও দেশের ছোট পর্দার দর্শকের কাছে নির্ভরযোগ্য এ তারকাকে নিয়ে মাঝে-মধ্যেই সিনেমায় অভিনয়ের গুঞ্জন ওঠে। কিন্তু এখন পর্যন্ত কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে বর্তমানে ওটিটি পস্ন্যাটফর্মে কাজ করে বেশ প্রশংসা কুড়াচ্ছেন। চলমান কাজ ও অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন জাহাঙ্গীর বিপস্নব

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

জাহাঙ্গীর বিপস্নব
মেহজাবীন চৌধুরী
আরাম আয়েশেই কাটছে সময়... বেশ আরাম আয়েশেই কাটছে বর্তমান সময়। কাজ করছি, কিন্তু তেমন আহামরি ব্যস্ততা নেই। আগে যেমন এই সময় বিশেষ করে ভালোবাসা দিবসের আগে অসংখ্য নাটক-টেলিফিল্মে কাজ করেছি, এখন সেই ব্যস্ততা একদমই নেই। এমনকি এবারের ভালোবাসা দিবসের কোনো নাটকেই কাজ করছি না। বর্তমানে ওটিটি পস্ন্যাটফর্ম নিয়েই যত ব্যস্ততা। কিছুটা দূরে সরে রয়েছি... নাটক ছেড়ে দিচ্ছি- এটা ভাবার কোনো কারণ নেই। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে আমি সবাইকে বিষয়টি পরিষ্কার করে দিয়েছি। সেখানে বলেছি, আমি নাটকেরই মেয়ে। মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করব, আবার আসব। নাটক আমার ভালোবাসার জায়গা। নাটক ছাড়ার কথা কখনোই ভাবতে পারি না। নাটকের মাধ্যমেই আমার আজকের এই অবস্থান। আপাতত নাটক থেকে কিছুটা দূরে সরে রয়েছি। \হমেধা-যোগ্যতাতে এতদূর আসা... \হআপনারা সবাই জানেন এমনকি দেখেছেন, আমার আজকের এই অবস্থান একদিনে তৈরি হয়নি। লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়ার পর থেকে আজ অবধি অভিনয়ের প্রতি পূর্ণ মনোযোগ দিয়েছি, প্রতিটি নাটকেই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, চরিত্রের গভীরে ঢুকে গেছি। যে কারণে দর্শকের এত কাছে আসতে পেরেছি, তাদের মনে জায়গা করে নিয়েছি। এসব কথা অবশ্য দর্শকই আমাকে বলেছেন। আবার অনেক নির্মাতারাও আমার প্রতি তাদের আস্থা তৈরির বিষয়টি বলেছেন। আর আমি মনে করি, নিজের মেধা যোগ্যতার কারণেই এতদূর আসতে পেরেছি। এতটা সাড়া পাব, ভাবিনি... নতুন বছরের শুরুটাই বেশ নিজের মনে হচ্ছে। বছরের শুরুতেই ভিকি জাহেদের পরিচালনায় 'কাজলের দিনরাত্রি' নাটকে অভিনয় করে বেশ প্রশংসা পাচ্ছি। এর রেশ না কাটতেই ৩০ জানুয়ারি প্রকাশ পায় একই পরিচালকের পরিচালনায় ওয়েব সিরিজ 'দ্য সাইলেন্স'। এটা প্রকাশের পর থেকেই দর্শক মহলে বেশ আলোড়ন তৈরি হয়েছে। সর্বমহল থেকেই এতে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পাচ্ছি। এতটা সাড়া পাব, ভাবিনি আমি। শুধু আমিই নই, এতে আরও যারা অভিনয় করেছেন যেমন শ্রদ্ধেয় আজিজুল হাকিম ভাই, বিজরী আপা, সজল ভাইসহ আরও যারা অভিনয় করেছেন প্রত্যেকেই এতে অভিনয়ের জন্য ভালো সাড়া পাচ্ছেন। শিগগিরই এই সিরিজের সিকু্যয়াল নির্মাণ হচ্ছে। সেখানেও আমার অভিনয়ের কথা রয়েছে। যে কারণে কাজ কমিয়ে দিয়েছি... আমি আমার অভিনয় জীবনে দর্শকের কাছ থেকেই অনেক ভালোবাসা পেয়েছি, ভালো ভালো গল্পের নাটকের জন্য অনেক সাড়া পেয়েছি, প্রতি মুহূর্তে আমি অনুপ্রাণিত হয়েছি। যে কারণে এই সময়ে এসে আমি কাজের পরিমাণ কমিয়ে দিয়ে ভালো গল্পের ভালো চরিত্রের প্রতি কঠোরভাবে মনোযোগী হয়ে উঠেছি। আমি আগামীতেও আমার কাজের এই ধারা অব্যাহত রাখতে চাই। থ্রিলার সিনেমায় আগ্রহ আছে... চলচ্চিত্র হচ্ছে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম। আমি কেন, যে কোনো অভিনয়শিল্পীরই বড় পর্দায় অভিনয়ের প্রতি আগ্রহ রয়েছে। কয়েক বছর আগে থেকেই আমি চলচ্চিত্রে কাজ করার ইচ্ছের কথা জানিয়েছি, সেটা আপনারা প্রকাশও করেছেন গণমাধ্যমে। আমার চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছে পোষণের খবর প্রকাশের পর অনেক নির্মাতাই আমাকে প্রস্তাব দিয়েছেন এমনকি এখনও দিয়ে যাচ্ছেন। কিন্তু মনের মতো চিত্রনাট্য ও চরিত্র পাইনি। অভিনয় এখন আমার জীবনের একটা অংশ। যেহেতু অভিনয় করি, তাই সিনেমায়ও আমার অভিনয়ের ইচ্ছা আছে। তবে কবে নাগাদ সিনেমায় অভিনয় করব তা এখন বলতে পারছি না। আমি থ্রিলার সিনেমা দেখতে পছন্দ করি। নিশ্চয়ই এ ধরনের কাজের একটা অংশ হতে আমারও খুব ভালো লাগবে। সিনেমায় আমার এ ধরনের গল্পে কাজ করতে আগ্রহ আছে।