এক চলচ্চিত্রে তিন তারকা

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
আফরান নিশো, জিয়াউল ফারুক অপূবর্ ও তাহসান খান
তারকাদের প্রতি দশর্কদের আলাদা আকষর্ণ থাকে। গানের জগৎ কিংবা অভিনয় তারকাদের ভক্তকুলের অভাব নেই। যদি এমন হয়; একটি নাটকে তিন তারকাই একফ্রেমে বন্দি তাহলে ভক্তকুলের ষোলআনা চাওয়ার পুরোটাই পূণর্ হয়। বেড়ে যায় দশের্কর আগ্রহ। শিহাব শাহীন পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘দ্বিতীয় কৈশোর’-এ প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন তিন তারকা। তারা হলেন জিয়াউল ফারুক অপূবর্, আফরান নিশো ও তাহসান খান। এটি প্রযোজনা করেছে গুড কোম্পানি। তিন তারকাকে ঘিরে এরইমধ্যে আলোচনার শীষের্ রয়েছে অনলাইনবাসীদের জন্য নিমির্ত এই চলচ্চিত্রটি। নিমার্তা জানান, আগামী ২৩ জানুয়ারি থেকে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফমর্ ‘বায়োস্কোপ’- এ দেখা যাবে ৬০ মিনিট দৈঘের্্যর ‘দ্বিতীয় কৈশোর’। তিন তারকার প্রথমবার একসঙ্গে কাজ করা প্রসঙ্গে অপূবর্ বলেন, ‘আমরা তিনজনই একসঙ্গে অভিনয় করতে পারছি, এটা আমার কাছে সত্যিই দারুণ একটি ব্যাপার। বিশেষ করে, আমাদের তিনজনের মধ্যে পদার্র বাইরেও রয়েছে চমৎকার বন্ধুত্ব।’ অভিনেতা আফরান নিশো বলেন, ‘অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফমর্গুলো এক ধরনের আকার্ইভের মতো। তবে কাজটি কতবার দেখা হলো বা কতজন দশর্ক দেখলেন, সেই সংখ্যাটিই সেই কাজটির মান নিণর্য় করা নয়। অবশ্য, অনলাইনে এভাবে কাজের মান নিণর্য় করা ঠিক নয়। এরপরও এসব প্ল্যাটফমের্র সংখ্যা বাড়ছে, কাজের পরিমাণ বাড়ছে, সেই সঙ্গে দশের্কর সংখ্যাও। এসবই আমাদের জন্য আশার বিষয়। আমি বিভিন্ন ধরনের চরিত্র করতে পছন্দ করি, সে কারণে এই কাজটি করে যথেষ্ট আনন্দ পেয়েছি।’ এদিকে তাহসান খান বলেন, ‘সময়ের বিবতের্ন বড় পদার্ ও টেলিভিশনের পর এখন মোবাইল ফোনের পদার্য় চলে আসছে উন্নতমানের কন্টেন্ট, যার রয়েছে অন্য ধরনের আবেদন। মূল বিষয়টি হচ্ছে, কন্টেন্ট বা বিষয়বস্তু যদি আকষর্ণীয় হয়, দশর্ক তা দেখবেই এবং প্রযোজনা ও বিজ্ঞাপন থেকে শুরু করে অন্যান্য আথির্ক অনুষঙ্গগুলোর ব্যবস্থাপনা আরও ভালো হবে।’ ত্রিশের কোঠায় থাকা তিন তরুণের ভিন্নধমীর্ সংকটের গল্প নিয়ে এগিয়েছে ওয়েব ফিল্মটির কাহিনি। জীবনকে তারা কিভাবে দেখেন এবং প্রাপ্তি-অপ্রাপ্তির নানান হিসেবের বিভিন্ন ঘটনা গল্পটিতে প্রাধান্য পেয়েছে।