আজ থেকে কনসাটের্ নামছে এলআরবি

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
দলের প্রধান এবং লিড ভোকাল আইয়ুব বাচ্চুকে হারানোর পর তিন মাস পর নতুন সাজে, নব উদ্যমে গানে ফিরছে দেশের শীষর্স্থানীয় ব্যান্ডদল এলআরবি। আজ ২২ জানুয়ারি সিলেটের অভিজাত হোটেল দ্য প্যালেস-এ অনুষ্ঠিতব্য একটি বড় শোয়ের মধ্য দিয়ে তাদের এই নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করলেন এলআরবি’র জ্যেষ্ঠ সদস্য বেজিস্ট স্বপন। তিনি বলেন, ‘গত তিন মাসে আমরা বড় কঠিন সময় পার করেছি। অনুভব করছি একজন সত্যিকারের দলনেতা ছাড়া আমাদের অসহায়ত্ব কতটুকু। তবে গেল কয়েক দিন আমরা টানা প্র্যাকটিস করছি। শোককে শক্তিতে রূপান্তর করার চেষ্টা করছি।’ এর আগে এলআরবি’র ব্যবস্থাপক ও শব্দ প্রকৌশলী শামিম আহমেদ দলের জন্য একজন ভোকাল সদস্য খুঁজে বের করার ইঙ্গিত দিলেও সেটি এখনও হয়নি। কথা ছিল আইয়ুব বাচ্চুর ছেলে তাজোয়ার হয়তো দলের হাল ধরবেন। সেটিও আপাতত হচ্ছে না। এমন পরিস্থিতিতে নতুন কোনো সদস্য ছাড়াই মঞ্চে উঠতে যাচ্ছে এলআরবি’র তিন সদস্য স্বপন (বেজ গিটার), রোমেল (ড্রামস) ও মাসুদ (লিড গিটার)।