ছোটপদার্র অনুষ্ঠানমালা

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রূপকথার গল্প নিয়ে নিমির্ত ধারাবাহিক ‘মায়া মসনদ’ প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে। এসএম সালাহউদ্দীন পরিচালিত এ নাটকের পবর্ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আতিকুর রহমান বেলাল ও দৃশ্য পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু। অভিনয় করেছেন সোহেল রানা, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, শশী প্রমুখ। মাছরাঙা টেলিভিশনে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘ডন’। মুহাম্মদ মামুন-অর-রশীদ ও মানস পালের রচনায় এটি পরিচালনা করেছেন আহমেদ রোহান রুবেল ও হানিফ খান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নিপুণ, আলীরাজ, তারিক স্বপন, অবিদ রেহান, আইরিন তানি প্রমুখ গাজী মাজহারুল আনোয়ারের অংশগ্রহণে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হচ্ছে ‘পালকি’। আজকের পবের্ অংশ নেবেন কণ্ঠশিল্পী ঝিলিক এবং মামুন জাহিদ নাগরিক টিভিতে সপ্তাহের প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টায় প্রচারিত হচ্ছে বাংলায় ডাবিংকৃত ভারতীয় সিরিয়াল ‘সম্রাট জাহাঙ্গীর ও নূর জাহানের অমর প্রেম কাহিনী’ বৈশাখী টিভিতে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘শান্তিপুরীতে অশান্তি’। সকাল আহমেদ পরিচালিত এ নাটকের প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, তুষার খান, সাইকা আহমেদ, আরফান নিশো, আরমান পারভেজ মুরাদ, শবনম ফারিয়া, তানজিকা, অষার্, কায়েস চৌধুরী প্রমুখ এটিএন বাংলায় আজ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচারিত হবে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে অনুষ্ঠান ‘চার দেয়ালের কাব্য’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মডেল অভিনেত্রী এ্যানি খান এবং পরিচালনা করছেন সেলিম দৌলা খান