সবের্শষ স্ট্যাটাস ‘আমাকে যেন ভুলে না যাও’

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
তবে কি আগেই জেনেছিলেন তার সময় খুব কম! না হলে কেনই বা মৃত্যুর আগে লিখেছেন এমন ছোট্ট একটি বাক্য! যে লেখাটি এখন সবাইকে কঁাদাচ্ছে! গত ২ জানুয়ারি আহমেদ ইমতিয়াজ বুলবুল ফেসবুকে তার নিজস্ব আইডিতে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছেন ‘আমাকে যেন ভুলে না যাও তাই একটা ছবি পোস্ট করে মুখটা মনে করিয়ে দিলাম।’ আর এর কিছুদিন পরই গতকাল মঙ্গলবার ভোর ৪টা ১৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কিংবদন্তি এই সুরস্রষ্টা। এই শিল্পীকে যে মানুষ ভুলবে না তার প্রমাণ মেলে ওই স্ট্যাটাসের কমেন্টেই। সেখানে নানান মানুষ নানাভাবে লিখেছেন তাদের ভালোবাসার কথা। করেছিলেন আরও বহুকাল বেঁচে থাকার প্রাথর্নাও। বুলবুলের ওই স্ট্যাটাসের নিচে ফজলুর হক নামের একজন লিখেছিলেন, ‘বুলবুল ভাই, আপনাকে কি ভুলা যায়! আপনি বাংলার গানের বুলবুল, আপনি স্বাধীন দেশের গবির্ত মুক্তিযোদ্ধা। যতদিন লাল সবুজের পতাকা থাকবে, আপনিও ততদিন সবার হৃদয়ে চিরজীবী হয়ে থাকবেন।’ মরিয়ম রুমা নামের একজন লেখেন, ‘আপনার মতো একজন গুণী মানুষকে কখনোই ভোলা যায় না। আপনার সব কিছুই অসাধারণ, সবসময় আপনার সুস্থতা কামনা করি আল্লাহর কাছে, আমীন। নাগির্স রহমান নামের আরেকজন লিখেছিলেন, ‘না না ভাইয়া, আপনি ভুলার মানুষ নয়। আপনি বাংলার সম্পদ। আপনার সুর ও গীত আমাদের মনের খাবার জোগায়। আপনি সুস্থ ও সুন্দর থাকুন, দোয়া করব সারা জীবন।’ কিন্তু সবাইকে কঁাদিয়ে শিল্পী পাড়ি দিলেন সেই অমোঘ পথে। বুলবুলের ছেলে সামির বলেন, ‘রাতে বাবার হাটর্ অ্যাটাক হয়। পরে তাকে চেক-আপের জন্য মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’ পরে তাকে আফতাব নগরের সি বøকের ২ নম্বরে রোডের ২৯ নম্বর বাসায় নিয়ে আসা হয় বরেণ্য এই শিল্পীর মরদেহ।