মুক্তিযোদ্ধা বুলবুল

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
মুক্তিযুদ্ধের দিনগুলো নিয়ে কিছুদিন আগে ঢাকার একটি সংবাদমাধ্যমের সঙ্গে স্মৃতিচারণ করেছিলেন বুলবুল। ওই সাক্ষাৎকারে বুলবুল জানান, যুদ্ধ শুরু হওয়ার পরপরই গেরিলা বাহিনীতে যোগ দেন তিনি। প্রথম দিকে তিনি ঢাকায় কয়েকটি গেরিলা অপারেশনে অংশ নেন। পরে যোগ দেন মুক্তিযুদ্ধের দুই নম্বর সেক্টরে। এই যুদ্ধের সময় দুইবার হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন বুলবুল। তিনি বলছিলেন, ‘আমাদের দায়িত্ব ছিল ওই রোডে পাকিস্তানি বাহিনীর বাংকার গুনে আসা। আমরা ২৫টা বাংকার গুনলাম। যখন গ্রæপ কমান্ডার সজীবের কাছে রিপোটর্ দিতে যাচ্ছিলাম, তখন মানিক, খোকা, মাহবুব ও আমি ধরা পড়ে যাই।’ মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা অনস্বীকাযর্ প্রভাব ফেলে বুলবুলের সংগীতজীবনে। তার ভাষ্যে, ‘স্বাধীনতার পর আমি বিটিভির জন্য দেশাত্মবোধক গান বানাতে থাকি। এই গানগুলো গাইতেন সাবিনা ইয়াসমিন। এর মধ্যে ‘সব ক’টা জানালা খুলে দাও না’, ‘ও মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে’, ‘সুন্দর সুবণর্ তারুণ্য লাবণ্য’, ‘ও আমার আট কোটি ফুল’, ‘উত্তর দক্ষিণ পূবর্ পশ্চিম’ উল্লেখযোগ্য।