৯১তম অস্কারে মনোনয়ন পেলেন যারা

মনোনয়নের দিক থেকে এগিয়ে আছে ‘দ্য ফেবারিট’ ও ‘রোমা’। সিনেমা দুটি ১০টি করে মনোনয়ন জিতেছে। পাশাপাশি দুটি সিনেমাই সেরা সিনেমার দৌড়ে বø্যাকক্ল্যান্সম্যান, বø্যাক প্যান্থার, বোহেমিয়ান র‌্যাপসোডি, গ্রিন বুক, অ্যা স্টার ইজ বনর্ ও ভাইস সিনেমার সঙ্গে লড়বে...

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯, ১০:৩১

বিনোদন ডেস্ক
৯১তম অস্কারে মনোনয়নে এগিয়ে আছে বø্যাক প্যান্থার ছবিটি
বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়াডর্ বা অস্কার। এবারে বসতে যাচ্ছে এর ৯১তম আসর। মূল পবের্র আগে গত মঙ্গলবার রাতে ঘোষণা করা হয়েছে প্রতিযোগীদের মনোনয়ন। অ্যাকাডেমির স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে এর ঘোষণা দেয়া হয়। এটির সঞ্চালনা করেন কুমাইল নাজিয়ানি ও ট্রেসি এলিস রোস। এবারের প্রতিযোগিতায় মনোনয়নের দিক থেকে এগিয়ে আছে ‘দ্য ফেবারিট’ ও ‘রোমা’। সিনেমা দুটি ১০টি করে মনোনয়ন জিতেছে। পাশাপাশি দুটি সিনেমাই সেরা সিনেমার দৌড়ে বø্যাকক্ল্যান্সম্যান, বø্যাক প্যান্থার, বোহেমিয়ান র‌্যাপসোডি, গ্রিন বুক, অ্যা স্টার ইজ বনর্ ও ভাইস সিনেমার সঙ্গে লড়বে। এ ছাড়া অ্যা স্টার ইজ বনর্ ও ভাইস জিতেছে ৮টি করে মনোনয়ন। এরপর রয়েছে বø্যাক প্যান্থার। ৭টি মনোনয়ন জিতেছে সিনেমাটি। ৬টি মনোনয়ন নিয়ে তারপরই রয়েছে বø্যাকক্ল্যান্সম্যান। বোহেমিয়ান র‌্যাপসোডি ও গ্রিন বুক জিতেছে ৫টি করে মনোনয়ন। সেরা পরিচালক শাখায় বø্যাকক্ল্যান্সম্যান সিনেমার জন্য প্রথমবার মনোনয়ন জিতেছেন স্পাইক লী। এ শাখায় আলফনসো কুয়ারন (রোমা), ইওগের্স লানতিমস (দ্য ফেবারিট), অ্যাডাম ম্যাককে (ভাইস), পাওয়েল পাওলিকোস্কির (কোল্ড ওয়ার) সঙ্গে লড়বেন তিনি। আগামী ২৪ ফেব্রæয়ারি লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসবে অ্যাকাডেমি অ্যাওয়াডের্র এবারের আসর। সেরা সিনেমা : বø্যাকক্ল্যান্সম্যান, বø্যাক প্যান্থার, বোহেমিয়ান র‌্যাপসোডি, দ্য ফেবারিট, গ্রিন বুক, রোমা, অ্যা স্টার ইজ বনর্, ভাইস সেরা অভিনেতা: ক্রিশ্চিয়ান বেল (ভাইস), ব্র্যাডলি কুপার (অ্যা স্টার ইজ বনর্), উইলেম ড্যাফো (অ্যাট এটারনিটি’স গেট), রামি মালেক (বোহেমিয়ান র‌্যাপসোডি), ভিগো মটের্নসেন (গ্রিন বুক), সেরা অভিনেত্রী: ইয়ালিৎসা অ্যাপারিসিও (রোমা), গেøন ক্লোজ (দ্য ওয়াইফ), অলিভিয়া কোলম্যান (দ্য ফেবারিট), লেডি গাগা (অ্যা স্টার ইজ বনর্), মেলিসা ম্যাককাথির্ (ক্যান ইউ এভার ফরগিভ মি?) সেরা পাশ্বর্-অভিনেতা: মাহেরশালা আলি (গ্রিন বুক), অ্যাডাম ড্রাইভার (বø্যাকক্ল্যান্সম্যান), স্যাম এলিয়ট (অ্যা স্টার ইজ বনর্), রিচাডর্ ই গ্রান্ট (ক্যান ইউ এভার ফরগিভ মি?), স্যাম রকওয়েল (ভাইস), সেরা পাশ্বর্-অভিনেত্রী: অ্যামি অ্যাডামস (ভাইস), মেরিনা ডি তাভিরা (রোমা), রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক), এমা স্টোন (দ্য ফেবারিট), র‌্যাচেল ভাইস (দ্য ফেবারিট) সেরা পরিচালক: আলফনসো কুয়ারন (রোমা), ইওগের্স লানতিমস (দ্য ফেভারিট), স্পাইক লী (বø্যাকক্ল্যান্সম্যান), অ্যাডাম ম্যাককে (ভাইস), পাওয়েল পাওলিকোস্কি (কোল্ড ওয়ার) সেরা চিত্রনাট্য (মৌলিক): দ্য ফেবারিট, ফাস্টর্ রিফমর্ড, গ্রিন বুক, রোমা, ভাইস সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): দ্য ব্যালাড অব বাস্টার শ্রাগস, বø্যাকক্ল্যান্সম্যান, ক্যান ইউ এভার ফরগিভ মি?, ইফ বিয়েল স্ট্রিট কুড টক, অ্যা স্টার ইজ বনর্ সেরা সম্পাদনা: বø্যাকক্ল্যান্সম্যান, বোহেমিয়ান র‌্যাপসোডি, দ্য ফেবারিট, গ্রিন বুক, ভাইস সেরা বিদেশি ভাষার সিনেমা: কেপারনম (লেবানন), কোল্ড ওয়ার (পোল্যান্ড), নেভার লুক অ্যাওয়ে (জামাির্ন), রোমা (মেক্সিকো), শপলিফটাসর্ (জাপান) সেরা মৌলিক গান: অল দ্য স্টারস (বø্যাক প্যান্থার), আই’ল ফাইট (আরজিবি), দ্য প্লেস ওয়্যার লস্ট থিংস গো (মেরি পপিনস রিটানর্স), শ্যালো (অ্যা স্টার ইজ বনর্), ওয়েন অ্যা কাউবয় ট্রেডস হিজ স্পারস ফর উইংস (দ্য ব্যালাড অব বাস্টার শ্রাগস) সেরা মৌলিক সুর: বø্যাকক্ল্যান্সম্যান (টেরেন্স বø্যাঙ্কাডর্), বø্যাক প্যান্থার (লুডউইগ গোরানসন), ইফ বিয়েল স্ট্রিট কুড টক (নিকোলাস ব্রাইটেল), আইয়েল অব ডগস (আলেক্সান্দ্রা দেসপ্লঁা), মেরি পপিনস রিটানর্স (মাকর্ শাইম্যান, স্কট উইটম্যান) সেরা অ্যানিমেটেড সিনেমা: ইনক্রেডিবলস টু, আইয়েল অব ডগস, মিরাই, রালফ ব্রেকস দ্য ইন্টারনেট, স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভাসর্ সেরা স্বল্পদৈঘ্যর্ অ্যানিমেটেড সিনেমা অ্যানিমেল বিহেবিয়ার, বাও, লেট আফটারনুন, ওয়ান স্মল স্টেপ, উইকেন্ডস সেরা প্রামাণ্যচিত্র: ফ্রি সলো, হ্যাল কাউন্টি দিস মনির্ং দিস ইভেনিং, মাইন্ডিং দ্য গ্যাপ, অব ফাদারস অ্যান্ড সানস, আরবিজি সেরা চিত্রগ্রহণ: কোল্ড ওয়ার, দ্য ফেবারিট, নেভার লুক অ্যাওয়ে, রোমা, অ্যা স্টার ইজ বনর্ সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভেঞ্জাসর্: ইনফিনিটি ওয়ার, ক্রিস্টোফার রবিন, ফাস্টর্ ম্যান, রেডি প্লেয়ার ওয়ান, সলো: অ্যা স্টার ওয়ারস স্টোরি সেরা শব্দ সম্পাদনা: বø্যাক প্যান্থার, বোহেমিয়ান র‌্যাপসোডি, ফাস্টর্ ম্যান, অ্যা কোয়াইট প্লেস, রোমা সেরা শব্দমিশ্রণ: বø্যাক প্যান্থার, বোহেমিয়ান র‌্যাপসোডি, ফাস্টর্ ম্যান, রোমা, অ্যা স্টার ইজ বনর্ সেরা স্বল্পদৈঘ্যর্ সিনেমা: ডিটেইনমেন্ট, ফভ, মাগেির্রট, মাদার, স্কিন সেরা স্বল্পদৈঘর্ প্রামাণ্যচিত্র: বø্যাক শিপ, এন্ড গেম, লাইফবোট, অ্যা নাইট অ্যাট দ্য গাডের্ন, পিরিয়ড. এন্ড অব সেনটেন্স সেরা পোশাক পরিকল্পনা: দ্য ব্যালাড অব বাস্টার শ্রাগস (মেরি জফরেস), বø্যাক প্যান্থার (রুথ ই. কাটার্র), দ্য ফেবারিট (স্যান্ডি পাওয়েল), ম্যারি পপিনস রিটানর্স (স্যান্ডি পাওয়েল), ম্যারি কুইন অব স্কটস (আলেকজান্ড্রা বানর্) সেরা রূপ ও চুলসজ্জা: বডার্র, ম্যারি কুইন অব স্কটস, ভাইস সেরা শিল্প নিদের্শনা: বø্যাক প্যান্থার, দ্য ফেবারিট, ফাস্টর্ ম্যান, ম্যারি পপিনস রিটানর্স, রোমা