নতুন ভাবনায় তানজিন তিশা

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯, ১০:৩৬

বিনোদন রিপোটর্
তানজিন তিশা
এ সময়ের টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশা। তার নাটক মানেই দশের্কর আলাদা আকষর্ণ। গত কয়েক বছর ধরেই টিভি নাটকে তিনি আলোচিত। নিমার্তারাও তাকে নিয়ে বরাবরই কাজে আগ্রহ প্রকাশ করেন। গেল বছরে তার অভিনীত প্রায় নাটকগুলোই প্রশংসা পেয়েছে সবর্মহলে। সেই সাফল্যের ধারাবাহিকতায় শুরু করেছেন নতুন বছরের কাজ। বছরের শেষ ও শুরুটা তার জন্য মঙ্গলই বটে। কারণ ‘অবুঝ দিনের গল্প’ ও ‘এক্স গালের্ফ্রন্ড’ নাটক দুটি দিয়ে তিনি নতুন করে আলোচনায় এসেছেন। এ নিয়ে তানজিন তিশা বলেন, ‘অবুঝ দিনের গল্প’ ও ‘এক্স গালের্ফ্রন্ড’ যথাক্রমে বছর শেষ এবং শুরুর নাটক আমার। দুটি নাটকেই অদ্ভুত সাড়া পাচ্ছি দশের্কর। মাত্র কয়েক দিনেই ইউটিউবে নাটক দুটির ভিউ কয়েক মিলিয়ন ছাড়িয়ে গেছে। আমি সত্যিই মুগ্ধ। দশের্কর এমন ভালোবাসা আর ভালো গল্পের নাটক দেখার প্রতি তাদের আগ্রহ আমাকে আরও ভালো ভালো কাজ করতে অনুপ্রেরণা জুগিয়েছে। নতুন বছরটা তাই অভিনয়ে আরও মনোযোগী হতে চাই।’ তবে এ বছরে তিনি নিজেকে আরও একটু সচেতন রাখতে চান। তাই বেশি কাজ না করে কম কাজ করে মানের প্রতি গুরুত্ব বাড়াতে চান। সেই চিন্তা নিয়েই শুরু করেছেন নতুন বছরের কাজ। তার প্রমাণও দিয়েছেন ‘এক্স গালের্ফ্রন্ড’ দিয়ে। বলা যায়, বছরের শুরু- শেষ দুই দিকই ভালো গেল তিশার। এমনটিতেই কয়েক বছর ধরে বেশ খেয়াল করে এগোচ্ছেন তিনি। ভেবে-চিন্তে দিচ্ছেন নাটকের শিডিউল। নাটকের স্ক্রিপ্ট ভালো করে পড়েই কাজে সায় দিচ্ছেন। এর ফলও পাচ্ছেন। টিভি ও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফমের্ তার প্রচারিত নাটকগুলো দশর্ক জনপ্রিয়তার তালিকায় থাকছে। প্রশংসিত হচ্ছেন তিশা। গত বছরে তিশা অভিনীত শেষ নাটক ‘অবুঝ দিনের গল্প’র দশর্ক রেসপন্স নিয়ে বেজায় খুশি তিশা। এতে তিশার নায়ক হিসেবে রয়েছেন অপূবর্। শিহাব শাহিন পরিচালিত নাটকটি ২৭ ডিসেম্বর আরটিভিতে প্রচার হয়। পরে ইউটিউবে প্রকাশিত হলে নাটকটি দেখতে হুমড়ি খেয়ে পড়েন দশর্ক। মাত্র ছয় দিনে নাটকটি ২.৬ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। অন্যদিকে বছরের প্রথম দিনেই ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে রিলিজ পেয়েছে নাটক ‘এক্স গালের্ফ্রন্ড’। কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটি মাত্র দু-দিনেই ছাড়িয়ে গেছে মিলিয়নের ঘর। এতে তিশার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সব মিলিয়ে শেষ হওয়ায় বছরের শুরুটাও ভালো হয়েছে তিশার। ভালো নাটকে অভিনয় করার এ ধারাবাহিকতা ধরে রাখতে চান। অভিনয় এখন নেশার মতো। তাই অভিনয় নিয়েই নতুন বছরের পরিকল্পনা তার।