দেশের মঞ্চনাটকের আলোচিত অভিনেতা ও আলোকিত ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। পাশাপাশি টিভি ও সিনেমারও একজন সমাদৃত অভিনেতা তিনি। আজ এই অভিনেতার জন্মদিন। জন্মদিনে বিশেষ কোনো আয়োজন রাখেন না বলে জানান তিনি। ঘরোয়াভাবেই দিনটি উদযাপিত হবে জানিয়ে এই অভিনেতা বলেন, জন্মদিনে সবার কাছে দোয়া চাই বিধাতা যেন আমাকে, আমার পরিবারের সবাইকে ভালো ও সুস্থ রাখেন।'
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সন্তান ঝুনা চৌধুরীর অভিনয়ে যাত্রা শুরু হয় ১৯৭১ ও ১৯৭২-এর হবিগঞ্জে থাকাকালে 'জয় বাংলা সংসদ'র মধ্য দিয়ে। যার কার্যক্রম ছিল ১৯৮০ সাল পর্যন্ত। ১৯৭৮ সালে ঢাকা কলেজে 'ত্রি-রত্ন' নাটকে অভিনয় করেন তিনি। একই সময় যুক্ত হন নাট্যদল থিয়েটারের সঙ্গে। এ দলের হয়ে 'এখনো কৃতদাস', 'পায়ের আওয়াজ পাওয়া যায়', এখানে এখন', সেনাপতি', 'যুদ্ধ এবং যুদ্ধ'সহ বেশকিছু নাটকে অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে ১৯৯০ সালে ঝুনা চৌধুরী, তারিক আনাম খান ও তৌকীর আহমেদ মিলে নাট্যদল নাট্যকেন্দ্র'র জন্ম দেন। এই দলের হয়ে তিনি অভিনয় করেছেন চার-পাঁচটি নাটকে। টিভি নাটকে তাকে প্রথম দেখা যায় মো. জাকারিয়া প্রযোজিত 'নিভৃত যতনে' নাটকে। এরপর থেকে আজ পর্যন্ত বহু নাটকে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমা জহিরুল হকের 'ইয়ে করে বিয়ে'। এরপর তিনি তানভীর মোকাম্মেলের 'চিত্রা নদীর পাড়ে', 'মুরাদ পারভেজ'র 'বৃহন্নলা'সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন।