বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছোট পর্দার অনুষ্ঠানমালা

নতুনধারা
  ২৮ মার্চ ২০২৩, ০০:০০

এটিএন বাংলায় আজ রাত ১১-২৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'ইচ্ছে ডানা সিজন-৩'। সিদ্দিক আহমেদের রচনা এবং ইমরান ইমন ও বিপস্নব ইউনুফের যৌথ পরিচালনায় এতে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফারুক আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, শবনম ফারিয়া, মনোজ প্রামাণিক, প্রিয়ম অর্চি, আরশ খান, শাহীন মৃধা, নাহার বৃষ্টি প্রমুখ।

আরটিভিতে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'ঝড়ের পাখি'। শফিকুর রহমান শান্তনুর রচনা ও মাহমুদ হাসান রানার পরিচালনায় এতে অভিনয় করেছেন এলেন শুভ, নীলাঞ্জনা নীলা, রওনক হাসান, শাহেদ আলী সুজন, আফ্রি সেলিনা, শামীমা নাজনীন, ফারুক আহমেদ, আব্দুলস্নাহ রানা, সুজন হাবিব, মুকিত জাকারিয়া, লারা লোটাস প্রমুখ।

চ্যানেল আইয়ে সপ্তাহের প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'ষন্ডাপান্ডা'। পারিবারিক ও প্রেম-ভালোবাসার গল্প নিয়ে নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, আখম হাসান, বৃন্দাবন দাস, মোহনা মিম, ছন্দা প্রমুখ।

চ্যানেল আইয়ে সপ্তাহের প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'ষন্ডাপান্ডা'। পারিবারিক ও প্রেম-ভালোবাসার গল্প নিয়ে নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, আখম হাসান, বৃন্দাবন দাস, মোহনা মিম, ছন্দা প্রমুখ।

দীপ্ত টিভিতে আজ রাত ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'জবা'। আশিস রায়ের নির্দেশনায় এতে অভিনয় করেছেন রেজমিন সেতু, সোহান খান, শিল্পী সরকার অপু, শাহ আলম দুলাল, আইনুন পুতুল, সায়েম সামাদ, নুর এ আলম নয়ন, নরেশ ভূঁইয়াসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে