ওটিটিতেই ব্যস্ত শ্যামল মাওলা

প্রকাশ | ০৩ মে ২০২৩, ০০:০০

বিনোদন রিপোর্ট
বেশ চাঙা সময় পার করছেন অভিনেতা শ্যামল মাওলা। ওটিটিতে দারুণ ব্যস্ত তিনি। বলা যায় ওটিটির শুরুই বাংলাদেশে তার অভিনয়ের মধ্যে দিয়ে। সদর ঘাটের টাইগার, মানি হানী, মাইনকার চিপায়, কষ্টনীড় মহানগরসহ বেশ কিছু ওটিটির কাজ করে আলোচনায় আসেন এ অভিনেতা। নতুন করে আবার আলোচনায় আসলেন আশফাক নিপুণের 'মহানগর-২' দিয়ে। এতে ধনকুবের আফনান চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রশংসা কুড়াচ্ছে তার অভিনয়। ইতোমধ্যে মহানগর-৩ এর ঘোষণা এসেছে। সব কিছু ঠিক থাকলে এতেও অভিনয় করবেন শ্যামল মওলা। নতুন আরেক চমক নিয়ে হাজির হবেন তিনি। মহানগর-২ এমন এক জ্বলন্ত কুপির মতো যার আগুন অল্প অল্প করে বাড়তে থাকে, সবশেষে সেই আগুন ধপ করে নিভে যাবে। আর সেই আগুন পুনরায় জ্বালানোর জন্য আশফাক নিপুণ দেয়াশলাই ধরে বসে আছেন, অপেক্ষা শুধু দাবানলের, অপেক্ষা সিজন-৩ এর।