ছোটপদার্র অনুষ্ঠানমালা

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাভিশনে প্রতি রোব ও সোমবার রাত ৮টা ১৫মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রোড নাম্বার ৭, বাড়ি নাম্বার ১৩’। আজাদ আবুল কালামের রচনা ও রুলীন রহমানের পরিচালনায় নাটকটিতে রিচি ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, ইন্তেখাব দিনার, সুজানা জাফর, আজাদ আবুল কালাম, তানিয়া হোসাইন, শম্পা রেজা, আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, আফরোজা বানু, দিহান, শাহাদাৎ প্রমুখ আরটিভিতে প্রতি রোব, সোম ও মঙ্গলবার রাত ১০টায় প্রচার হচ্ছে বৃন্দাবন দাসের রচনা ও সঞ্জিত সরকারের পরিচালনায় নাটক ‘মজনু একজন পাগল নহে’। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, ফজলুর রহমান বাবু, নিশা, আখম হাসান, ডা. এজাজুল ইসলাম, শাহনাজ খুশি, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ স্টার জলসায় আজ রাত ৮.৩০ টায় প্রচার হবে মেগা সিরিয়াল ফাগুন বউ। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে সোম থেকে রোববার নিয়মিত প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রসের হাড়ি’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, অহনা, নাজিরা মৌ, সাঈদ বাবু, ডা. এজাজ, ম ম মোশের্দ, অরিনা, সানজিদা তন্বি, আ.খ.ম. হাসান, সিদ্দিকুর রহমান প্রমুখ চ্যানেল আইতে সপ্তাহের প্রতি রোব, সোম, বুধ ও শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘বৃহস্পতি তুঙ্গে’। মোশাররফ করিম অভিনীত এবং তারই মূল ভাবনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন রায়হান খান। অভিনয় করেছেন মামুনুর রশীদ, তারিক আনাম খান, মোশাররফ করিম, সাজু খাদেম, রুনা খান প্রমুখ। এটিএন বাংলায় আজ রাত ৯.৩০টায় প্রচার হবে দশ পবের্র ধারাবাহিক নাটক ‘মাই নেম ইজ ব্যাড’। রওনক হাসানের রচনা ও সালাউদ্দিন লাভলুর পরিচালনায় এতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা, রওনক হাসান, সানজীদা প্রীতি, শ্যামল মওলা, তাহমীনা মৌ, সামিরা অথৈ প্রমুখ