দেবের নায়িকা এবার 'মিঠাই'
প্রকাশ | ৩১ মে ২০২৩, ০০:০০
বিনোদন ডেস্ক
ছোটপর্দা থেকে এবার বড়পর্দায় পা রাখলেন ভারতীয় বাংলা সিরিয়ালের 'মিঠাই' ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। আর সৌমিতৃষা বিপরীতে রয়েছেন সুপারস্টার দেব। হঁ্যা, মঙ্গলবার সকাল থেকেই টলিপাড়ায় এখন একটাই খবর শোনা যাচ্ছে। দেবের নায়িকা হচ্ছেন সবার প্রিয় 'মিঠাই'। কিন্তু কোনো ছবিতে দেখা যাবে সৌমিতৃষাকে? বর্তমানে দেবের হাতে একের পর এক ছবি। সম্প্রতি মধ্যপ্রদেশে গিয়ে শুটিং করেছেন 'দুর্গ রহস্য' ছবির। অন্যদিকে খবর আগেই ছিল 'প্রজাপতি' ছবির অসামান্য সাফল্যের পর পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে হাত মিলিয়ে ফের ছবির করছেন দেব। ওই ছবির নাম 'প্রধান'। এই ছবিতেই দেবের বিপরীতে দেখা যাবে সৌমিতৃষাকে।
এ বিষয়ে সৌমিতৃষা জানিয়েছেন, 'এই ছবির অফার পেয়ে আমি তো ভীষণ খুশি। স্কুলে পড়ার সময় দেব'দার ছবি দেখতাম। সেই ছবির নায়িকাদের মতো আমিও সুন্দর লোকেশনে নাচ-গান করতে চাইতাম। তবে এই ছবি একেবারেই ওরকম ছবি নয়। তবুও দেবদার সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা সত্যিই বড় ব্যাপার। সঙ্গে অভিজিৎ সেন ও অতনু রায়চৌধুরীর টিমে সুযোগ পাওয়াটাও খুবই ভালো ব্যাপার।'