ছোট পর্দার অনুষ্ঠানমালা
প্রকাশ | ৩১ মে ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
আরটিভিতে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'ঝড়ের পাখি'। শফিকুর রহমান শান্তনুর রচনা ও মাহমুদ হাসান রানার পরিচালনায় এতে অভিনয় করেছেন এলেন শুভ, নীলাঞ্জনা নীলা, রওনক হাসান, শাহেদ আলী সুজন, আফ্রি সেলিনা, শামীমা নাজনীন, ফারুক আহমেদ, আব্দুলস্নাহ রানা, সুজন হাবিব, মুকিত জাকারিয়া, লারা লোটাস প্রমুখ।
মাছরাঙা টিভিতে সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক 'পাল্টা হাওয়া'। মানস পালের রচনা ও নাহিদ নিয়াজী রিপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আরফান আহমেদ, মুকিত জাকারিয়া, মিলন ভট্টাচার্য, ঊর্মিলা শ্রাবন্তী কর, স্বর্ণলতা, শাহনাজ খুশী, তানিয়া আহমেদ, রিমি করিম, মাহমুদা মাহা প্রমুখ।
বৈশাখী টিভিতে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'মুসা'। সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শম্পা রেজা, শামীমা নাজনীন, সুব্রত, মিলন ভট্টাচার্য, আবু হুরায়রা তানভীর, জেবা জান্নাত, মাসুদ রানা মিঠু, হান্নান শেলী, আইরিন ইরানী, রুশো শেখ, তানহা নোফা ও সাজ্জাদ হোসেন দোদুল।
একুশে টিভিতে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'গরম মহলস্না'। নাসির উদ্দিন মাসুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, সিদ্দিকুর রহমান, চাষী আলম, এফ এস নাঈম, অ্যালেন শুভ্র, সালহা খানম নাদিয়া, আব্দুলস্নাহ রানা, কচি খন্দকার, ওয়ালিউল হক রুমি, মানসি প্রকৃতি, সুস্মিতা সিনহা, তামান্না সরকার, আইরিন, সিয়াম, নাসিরসহ অনেকে।
দীপ্ত টিভিতে আজ রাত ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'জবা'। আশিস রায়ের নির্দেশনায় এতে অভিনয় করেছেন রেজমিন সেতু, সোহান খান, শিল্পী সরকার অপু, শাহ আলম দুলাল, আইনুন পুতুল, সায়েম সামাদ, নুর এ আলম নয়ন, নরেশ ভূঁইয়াসহ অনেকে।