শুভ জন্মদিন চঞ্চল চৌধুরী
প্রকাশ | ০১ জুন ২০২৩, ০০:০০
বিনোদন রিপোর্ট
মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল অভিনেতা চঞ্চল চৌধুরীর আজ জন্মদিন। আজকের দিনটিও তার ব্যস্ততার মধ্য দিয়েই কাটবে বলে জানান তিনি। চঞ্চল চৌধুরী জানান, আজ তিনি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত থাকবেন। ঢাকার আশপাশেই বিজ্ঞাপনটির শুটিং হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, আমি মনে করি মানুষের কর্মটাই মহৎ। বছরের অন্যান্য দিনের মতোই আমার কাছে জন্মদিনটাও সাধারণ একটি দিন। সাধারণভাবেই কেটে যাবে দিনটি। তবে এখন আসলে মানসিকভাবে ভালো নেই। বিশেষত বাবা চলে যাওয়ার পর থেকে। তাই নিজের বিশেষ দিন নিয়ে ভাবারও অবকাশ নেই আসলে। শুধু দোয়া চাই, সবার কাছে যেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি।' চঞ্চল চৌধুরী এরই মধ্যে মৃনাল সেন'কে নিয়ে সৃজিত মুখার্জির পরিচালনায় 'পদাতিক' সিনেমার কাজ শেষ করেছেন। এতে তিনি মুনাল সেন'র ভূমিকায় অভিনয় করেছেন। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে চঞ্চল ও শাওনের গাওয়া 'ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে' গানটি। গানটি গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সত্য সাহার সুর করা। গানটির মূল শিল্পী শাম্মী আখতার ও খন্দকার ফারুক আহমেদ। চঞ্চল চৌধুরীর বাবা শ্রী রাধা গোবিন্দ চৌধুরী গত ১১ পৌষ ১৪২৯ (২৭ ডিসেম্বর ২০২২) সন্ধ্যা ৭-৫০ মিনিটে মারা যান। তার মৃতু্যতে চঞ্চল চৌধুরীর পরিবারে তথা গোটা সংস্কৃতি অঙ্গনেই শোকের ছায়া নেমে এসেছিল। তার বাবার বিদেহী আত্মার ঊর্ধ্বগতি ও কল্যাণ কামনায় পারলৌকিক মাঙ্গলিক ক্রিয়া-আদ্যকৃত্য শ্রাদ্ধাদি ১০ জানুয়ারি সম্পন্ন হয়। উলেস্নখ্য, চঞ্চল চৌধুরীর বাবা ১১ বৈশাখ ১৩৪০ ( ২৪ এপ্রিল ১৯৩৩ সালে) জন্মগ্রহণ করেন।