নারী দিবসে ‘যদি একদিন’

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
অবশেষে বছরের বহুল প্রতীক্ষিত ‘যদি একদিন’ ছবি মুক্তির তারিখ ঘোষণা করল প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া। আগামী ৮ মাচর্ (নারী দিবস) উপলক্ষে তাহসান খান ও শ্রাবন্তী অভিনীত এই ছবিটি সারাদেশে মুক্তি দেয়া হবে। ‘যদি একদিন’ পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘আমি শতভাগ পরিকল্পনামাফিক কাজ করেছি। এতে আমি নিজেও খুব এক্সাইটেড। কোথাও কোনো খুঁত রাখিনি।’ তাহসান বলেন, ‘আমি একজন এন্টারটেইনার। কাজ করি মানুষের জন্য। চিন্তা করি আমার কাজটা যেন বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়। তাদের হৃদয়ে যেন জায়গা করে নেয়। কিন্তু সব কাজ পারে না। কিছু কাজ যদি পারে তাহলে উদ্দেশ্য সাথর্ক। প্রমিজ করছি, এই ছবির মাধ্যমে দশর্কদের এমন কিছু দেব সেটা সারাজীবন মনে রাখবে।’ এর আগে গেল ৩১ জানুয়ারি চলচ্চিত্র সেন্সর বোডর্ থেকে বিনা কতের্ন ‘যদি একদিন’ মুক্তির অনুমতি পায়। ছবি দেখে প্রশংসা করেন সেন্সর বোডের্র সব সদস্যই। তাহসান-শ্রাবন্তী ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুজাত শিমুল, আনন্দ খালেদ প্রমুখ। চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নিমার্তা রাজ নিজেই। ছবিটির পরিবেশন করবে টিওটি ফিল্মস।