কলকাতায় 'আজীবন সম্মাননা'য় আফজাল

প্রকাশ | ০৬ জুন ২০২৩, ০০:০০

বিনোদন রিপোর্ট
বাংলাদেশের চিরসবুজ অভিনেতা, বিজ্ঞাপন নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা আফজাল হোসেন কলকাতায় সোমবার একটি অনুষ্ঠানে 'আজীবন সম্মাননা'য় ভূষিত হয়েছেন। 'টেলিসিনে অ্যাওয়ার্ড'র ২০তম আসরে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। কলকাতা থেকে আফজাল হোসেন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, 'কলকাতার সিনেমা, নাটক, সাহিত্য সবই আমরা দেখি, পড়ি। কিন্তু আমাদের নাটক, সিনেমা, সাহিত্য সেভাবে কলকাতায় পৌঁছায় না। বর্তমানে ওটিটি পস্ন্যাটফর্মের কারণে কলকাতার দর্শক নাটক দেখছেন এবং আমাদের শিল্পীদের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। আমাদের কাজের জায়গার ব্যপ্তি যদি কলকাতায় বাড়ত তাহলে ঢাকার আর্টিস্টের ব্যস্ততা বাড়ত, কাজের ব্যপ্তিও বাড়ত-এটা আমার পর্যবেক্ষণ। যেহেতু আমাদের ভাষা একই। আর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীদের দেখা হয়, কথা হয়-ভাবের আদান প্রধান হয়। সম্পর্কের উন্নয়ন হয়, এটা ভালোলাগার বিষয়। অনুষ্ঠানে আমাকে আজীবন সম্মানায় ভূষিত করা হয়েছে।' এদিকে আফজাল হোসেন এরই মধ্যে শেষ করেছেন তার পরিচালিত 'মানিকের লাল কাঁকড়া' সিনেমার কাজ। এ ছাড়া তিনি সৈয়দ সালাহউদ্দিন জাকীর পরিচালনায় ফরিদুর রেজা সাগরের 'একা' গল্প অবলম্বনে 'অপরাজেয়' সিনেমার কাজ ও হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় 'যাপিত জীবন' সিনেমার কাজ শেষ করেছেন। প্রথমটিতে তার বিপরীতে আছেন দীপা খন্দকার এবং দ্বিতীয়টিতে তার বিপরীতে আছেন রোকেয়া প্রাচী।