বঙ্গবন্ধুর বায়োপিক নিমাের্ণ তিন পরিচালক

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

বিনোদান রিপোটর্
বাংলাদেশ ও ভারতের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক একটি চলচ্চিত্র নিমাের্ণর কথা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। সেই লক্ষ্যে গত ১২ জুলাই সকালে দিল্লিতে বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চপযাের্য়র কমর্কতাের্দর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে, বঙ্গবন্ধুর ওপর কাহিনিচিত্রটি ২০২০ সালের ১৭ মাচর্ তার জন্মশতবাষির্কীর ঠিক আগেই মুক্তি দেয়া হবে। সেই বৈঠকে আলোচনা হয়েছে ছবিটির নিমার্তা প্রসঙ্গে। এ ব্যাপারে বাংলাদেশের কাছে তিনজন নিমার্তার নাম প্রস্তাব করেছে ভারত। আর ভারতের তিন নিমার্তা হলেন শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ ও কৌশিক গঙ্গোপাধ্যায়। বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ঢাকায় ফিরে সরকারের শীষর্পযাের্য়র সঙ্গে আলোচনা করে পরিচালক নিবার্চন করবেন। জানা গেছে, আগামী মাসের শেষের দিকে ঢাকায় বাংলাদেশ ও ভারতের তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে আরেক দফা বৈঠক হবে। তখনই পরিচালক চূড়ান্ত করা হতে পারে। বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য ভারত যে তিন পরিচালকের নাম প্রস্তাব করেছে তাদের মধ্যে ৮৩ বছর বয়সী শ্যাম বেনেগাল এর আগে পরিচালনা করেন নেতাজি সুভাষচন্দ্র বোসের বায়োপিক জীবন নিয়ে ‘দ্য ফরগটেন হিরো’। ৬৭ বছর বয়সী গৌতম ঘোষ পশ্চিমবঙ্গের অগ্রগণ্য পরিচালকদের একজন। ‘পদ্মা নদীর মাঝি’র সময় থেকেই ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ছবি বানানোর অভিজ্ঞতা আছে তার। সম্প্রতি তিনি ‘শঙ্খচিল’ নামেও দুই দেশের যৌথ প্রযোজনায় আরেকটি ছবি বানিয়েছেন। ৪৯ বছর বয়সী কৌশিক গঙ্গোপাধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার গল্প নিয়ে নিমার্ণ করেছেন ‘বিসজর্ন’। গত বছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ছবিটি। এতে অভিনয় করেন বাংলাদেশের জয়া আহসান ও কলকাতার আবির চট্টোপাধ্যায়। এর কাজ শেষ করার সময়সীমা ধরা হয়েছে ২০২১ সাল অথার্ৎ মুক্তিযুদ্ধের সুবণর্জয়ন্তীতে।