অবশেষে মৌসুমী

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
মৌসুমী
দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে রাজত্ব করছেন মৌসুমী। অবশ্য এখন তাকে একক নায়িকা হিসেবে দেখা যায় না। তবে এবার গল্পের নায়িকা হয়ে ফিরলেন মৌসুমী। আজ দেশের প্রেক্ষাগৃহ মুক্তি পেয়েছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’। অসম প্রেম বিচ্ছেদের শিকার এক নারীর শহর ভ্রমণের তিক্ত এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিয়ে গড়ে উঠেছে এ ছবির গল্প। আর এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তার বিপরীতে আছেন ছোটপদার্র জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি নিয়ে দারুণ উচ্ছ¡সিত ছবির নায়িকা মৌসুমী। ছবির এ নায়িকা বলেন, ‘ছবিটি শেষ করতে গিয়ে পরিচালককে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বেশ কয়েকবার মুক্তি পেতে গিয়েও, মুক্তি পায়নি ‘রাত্রির যাত্রী’ ছবিটি। তবে ভালো লাগছে অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে। তাও খুবই ভালো একটা সময়ে, ভালোবাসা দিবসের পরের দিন। আশা করছি, বিশ্ব ভালোবাসা দিবসের আমেজের মধ্যে ছবিটি দেখতে দশর্করা হলমুখী হবেন।’ ২০১৪ সালের ডিসেম্বরে ‘রাত্রির যাত্রী’র শুটিং শুরু হয়, শেষ হয় গত বছরের মাঝামাঝি সময়ে। সেন্সর বোডের্র ছাড়পত্র পাওয়ার পর কয়েকবার মুক্তির ঘোষণা দেয়া হলেও প্রতিবারই পিছিয়েছে এক রাতের গল্প নিয়ে নিমির্ত এ ছবির মুক্তির তারিখ। গত বছরে সংবাদ সম্মেলন করে ১৪ ডিসেম্বর ছবিটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছিল। কিন্তু জাতীয় সংসদ নিবার্চনের কারণে তা হয়নি বলে জানান পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, ‘আশা করি, নিবার্চনের পর দশর্করা আবারও হলমুখী হচ্ছেন এবং আমার পরিচালিত প্রথম এ ছবিটি দেখে সবার ভালো লাগবে। ‘রাত্রির যাত্রী’ চলমান গৎবঁাধা ছবির ভিড়ে দশর্কদের একটি নতুন স্বাদ দেবে। মৌসুমী ও আনিসুর রহমান মিলন জুটির এই ছবিতে মৌসুমীকে এক নতুনরূপে দেখতে পাবেন দশর্করা। ছবিতে নায়িকা আছে, কিন্তু নায়ক নেই। তবু প্রেম আছে, সে প্রেমে ভাঙনের গল্পও আছে।’ ছবিতে গ্রাম থেকে কোনো এক স্বপ্নের টানে ঢাকা শহরে আসেন ময়না। কথা ছিল তাকে কমলাপুর রেলস্টেশনে কেউ একজন রিসিভ করবে। কিন্তু রাতে যখন ট্রেন এসে স্টেশনে থামে তখন কাউকে খুঁজে পায় না ময়না। স্টেশন থেকে একাই বের হয়ে যায়। অজানা, অচেনা একটি শহরের রাতের চিত্র ফুটে ওঠে ময়নার পথযাত্রায়। এ ছবিতে ময়না চরিত্রে দেখা যাবে মৌসুমীকে। মৌসুমী বলেন, ‘ছবিটির গল্প মৌলিক। এ ছবিতে আমাদের দেশের নারীর মযার্দা ও স্বাধীনতার কথা বলা হয়েছে। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। বহুদিন পর ভিন্ন একটি চরিত্রে দশর্করা আমাকে দেখতে পাবেন। সব মিলিয়ে দশের্কর কাছে রাত্রির যাত্রী মন্দ লাগবে না।’ ‘রাত্রির যাত্রী’ ছবিতে মৌসুমী, মিলন ছাড়াও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস, শহীদুল আলম সাচ্চু, সম্রাট, সালাউদ্দিন লাভলু, মারজুক রাসেল, নায়লা নাঈম, শিমুল খানসহ অনেকে।