বাংলাদেশের দশর্কদের কাছে অন্যরকম প্র্রত্যাশা শ্রাবন্তীর

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
শ্রাবন্তী
এর আগে যৌথ প্রযোজনার ছবিতে কাজ করলেও এবারই প্রথমবার বাংলাদেশের একক প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে অভিনয় করেছেন ভারতীয় বাংলা ছবির আলোচিত নায়িকা শ্রাবন্তী। এ কারণে ছবিটি নিয়ে অন্যরকম এক প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আগামী ৮ মাচর্ মুক্তি পাচ্ছে তার ‘যদি একদিন’ ছবিটি। মোস্তফা কামাল রাজ পরিচালিত এ ছবিতে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের আলেচিত গায়ক তাহসান। এ কারণে ছবিটি নিমাের্ণর শুরু থেকেই আলোচনা ছিল ছবিটিকে ঘিরে। গত ১৪ ফেব্রæয়ারি অন্তজাের্ল মুক্তি পেয়েছে ছবিটির আড়াই মিনিটের একটি ট্রেইলার। কলকাতা থেকে মুঠোফোনে শ্রাবন্তী জানান, ‘এরই মধ্যে ট্রেইলারটি দেখেছেন তিনি। খুব ভালো লেগেছে তার। তিনি ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশের স্থানীয় ছবিতে মানুষ তাকে কিভাবে গ্রহণ করে সেটা দেখতে চান তিনি। তবে তার বিশ্বাস, তিনি হতাশ হবেন না। এমনিতেই বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। তার ছবিকেও ভালোবাসবে বলে প্রত্যাশা করেন তিনি। শ্রাবন্তী বলেন, ‘আমার পূবর্পুরুষদের বাড়ি বরিশালে। তাই বাংলাদেশের প্রতি আমার আলাদা টান কাজ করে। এখানে আবার যাওয়ার সুযোগ পাওয়ার অনুভ‚তি দারুণ। ছবিটার কাজ শুরু করতে মুখিয়ে আছি।’ ছবিতে আরও একটি গুরুত্বপূণর্ চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা তাসকিন রহমান। এটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এর আগে ছবিটি গেল ৩১ জানুয়ারি বিনা কতের্ন সেন্সর ছাড়পত্র পায়।