ঢাকা আন্তজাির্তক মোবাইল চলচ্চিত্র উৎসব শুরু

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
দুই দিনব্যাপী ঢাকা আন্তজাির্তক মোবাইল চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর শুরু হয়েছে। গতকাল সকালে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভাসিির্ট অব লিবারেল আটর্স বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী পবের্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক এবং চিত্র নাট্যকার মতিন রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচাযর্ অধ্যাপক এইচএম জহিরুল হক এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জানাির্লজম বিভাগের প্রধান অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো। প্রতিযোগিতার এবারের আসরে বিশ্বের ৩৪টি দেশ থেকে সবের্মাট ৯৫টি চলচ্চিত্র জমা পড়ে। বিচারকমÐলী ‘কম্পিটিশন’ বিভাগে জমা পড়া ২৮টি চলচ্চিত্র থেকে ১০টি, ‘ওয়ান মিনিট’ ফিল্ম বিভাগের তিনটি চলচ্চিত্র থেকে দুটি এবং ‘স্ক্রিনিং’ বিভাগে জমা পড়া ৬৪টি চলচ্চিত্র থেকে ২৬টি; সবের্মাট ৩৮টি চলচ্চিত্র চ‚ড়ান্তভাবে নিবাির্চত করেন। দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে জমা পড়া চলচ্চিত্রগুলো থেকে চ‚ড়ান্ত পযাের্য় নিবাির্চত চলচ্চিত্রগুলো প্রদশির্ত হবে। আজ অনুষ্ঠানের শেষ পবের্ নিবাির্চত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে সেরা চলচ্চিত্র নিমার্তাদের জন্য থাকছে ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম’ অ্যাওয়াডর্ এবং ‘ইউল্যাব ইয়ং ফিল্ম মেকার’ অ্যাওয়াডর্।