প্রথমবার নিজের সুরে গাইলেন রুনা লায়লা

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
বয়স বাড়লেও গান থেমে নেই রুনা লায়লার। কদিন পর পরই বড় বড় কনসাটের্ ভক্তদের মাতাতে দেখা যায় দেশবরেণ্য এই কণ্ঠশিল্পীকে। কিন্তু স্টেজ শো নিয়ে দেশ-বিদেশে ব্যস্ত থাকলেও সেখানে পুরনো গানগুলোই গাইতে হয় তাকে। কারণ অনেক দিন ধরেই নতুন কোনো গান থেকে বিরত ছিলেন এই তারকাশিল্পী। নতুন খবর হচ্ছে, দীঘির্দন পর আবার নতুন একটি মৌলিক গান কণ্ঠে তুললেন রুনা লায়লা। এ গানের মাধ্যমেই নিজের সুরে গাইলেন তিনি। গত ১৪ ফেব্রæয়ারি সন্ধ্যায় রাজধানীর নিকেতনে চিরকুটের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিলেন তিনি। ‘ফেরাতে পারিনি আর তোমাকে এ ভালোবাসায়’ শিরোনামের এ গানটি লিখেছেন কবির বকুল এবং সংগীতায়োজনে রয়েছেন রাজা কাশেফ। গানটি প্রকাশ করছেন সময়ের আলোচিত অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রæব মিউজিক স্টেশন। গানটির সুর করেছেন রুনা লায়লা নিজেই। এর মাধ্যমে সুরকার হিসেবেও প্রত্যাবতর্ন করলেন তিনি। অনেকদিন পর নতুন গান গেয়ে উচ্ছ¡াস প্রকাশ করার পাশাপাশি রুনা লায়লা বলেন, ‘সত্যিই সব কিছু কেমন নতুন নতুন মনে হচ্ছে। গানের কথা, সংগীত সবকিছুতেই ভালোলাগার আবেশ রয়েছে। অবশ্যই ধন্যবাদ দিতে চাই ধ্রæব গুহ’কে। কারণ তার যদি আগ্রহ না থাকত তাহলে এই গানই হয়তো করা হয়ে উঠত না। ধ্রæব সত্যিকারের একজন সংগীত পিপাসু মানুষ। গানের প্রতি তার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। প্রতিনিয়ত আমার গানকে ঘিরে তারমধ্যে যে ভালোলাগা আমি দেখেছি, তা শিল্পী হিসেবে আমাকেও বেশ অভিভূত করেছে। অবশেষে যখন গানটি রেকডর্ করা হলো তখন ধ্রæব’র মধ্য যে আনন্দ দেখেছি, সেটা আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস, আমার নতুন এই গান শ্রোতা দশের্কর মধ্যে অন্যরকম ভালোলাগার সৃষ্টি করবে। কবির বকুল অসাধারণ একটি গান লিখেছে। আর মিউজিক অ্যারেঞ্জার রাজা কাশেফও অনেক শ্রম দিয়ে গানটি করেছে। রাজাকে বিশেষ ধন্যবাদ এত সুন্দর সংগীতায়োজনের জন্য।’ ডিএমএস’র কণর্ধার ও সংগীতশিল্পী ধ্রæব গুহ বলেন, ‘রুনা আপা এই উপমহাদেশের শ্রদ্ধাভাজন শিল্পী। আমাদের দেশের গবর্। তার সুর করা, তারই কণ্ঠের এই গান আমার প্রতিষ্ঠানের জন্য ভালো কাজের দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই আমি মনে করি। অনেকদিন ধরেই তাকে নিয়ে একটি গান প্রকাশ করার ইচ্ছে ছিল আমার। সেই ইচ্ছেটা পূরণ করার জন্য রুনা আপাকে ধন্যবাদ। আশাকরি, সব বয়সী শ্রোতাদের মনের খোরাক জোগাবে গানটি।’ ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, রুনা লায়লা’র এই গানটির সাবির্ক সমন্বয়ে আছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। প্রতিষ্ঠানটি আরও জানায়, শিগগিরই গানটির মিউজিক ভিডিও নিমার্ণ করে প্রকাশ করা হবে। উল্লেখ্য, ৫২ বছরের সংগীতজীবনে বহু সুরকার ও সংগীত পরিচালকের গানে কণ্ঠ দিলেও ২১০৭ সালের সেপ্টেম্বরে প্রথমবার সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন রুনা লায়লা। তার সুর করা গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। আর এতে কণ্ঠ দিয়েছেন অঁাখি আলমগীর। গানটি আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে ব্যবহার করা হয়। শুধু সুরকার হিসেবেই নয়, এই গানের মাধ্যমে সংগীত পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন তিনি। তবে শেষ কবে নিজে মৌলিক গান করেছেন তা মনে করতে পারেননি এই গায়িকা।