মান্নার একাদশ মৃত্যুবাষির্কী আজ

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোটর্
বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্নার একাদশ মৃত্যুবাষির্কী আজ। অসংখ্য ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে ২০০৮ সালের ১৭ ফেব্রæয়ারি না ফেরার দেশে চলে যান এই নায়ক। মৃত্যুর পরও ঢাকাই চলচ্চিত্রের এই নায়কের জনপ্রিয়তা একটুও কমেনি। মান্নার মৃত্যুবাষির্কী উপলক্ষে প্রতিবারের মতো এবারও মান্না ফাউন্ডেশনের উদ্যোগে আজ রাজধানীর উত্তরায় মান্নার বাসায় বাদ আসর বিশেষ মিলাদ মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এমনটাই জানিয়েছেন মান্নার সহধমির্ণী ও মান্না ফাউন্ডেশনের চেয়ারপারসন শেলী মান্না। তিনি বলেন, সারাদেশের মানুষদের ভালোবাসা পেয়েছিল মান্না। তার মৃত্যুবাষির্কীতে সবাইকে দোয়া করতে বলা ছাড়া আর কিছুই বলার নেই। এদিকে এফডিসিতে আজ বাদ আসর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কক্ষে নায়ক মান্নার দশম মৃত্যুবাষির্কী উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, মান্না আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত ছিলেন। মান্না একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এবং একজন সফল প্রযোজকও ছিলেন। ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কাযর্ক্রমে মান্না চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম অভিনীত সিনেমা ‘তওবা’ (১৯৮৪)।