আন্তর্জাতিক একক নাট্যোৎসবে 'লালজমিন'

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
শুরু হতে যাচ্ছে 'ইন্টারন্যাশনাল মোনোড্রামা ফেস্টিভ্যাল'। আগামীকাল ২২ ফেব্রম্নয়ারি থেকে ঢাকার অদূরে দনিয়া পাঠাগার ভবনে চার দিনব্যাপী এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। ৩০ বছর আগে প্রতিষ্ঠিত পাঠাগারটির নতুন ভবনের নিচতলায় নির্মিত হয়েছে ১০০ আসনবিশিষ্ট একটি স্টুডিও থিয়েটার হল। ভবনটির উদ্বোধন উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। উদ্বোধন করবেন আসাদুজ্জামান নূর এমপি। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করবে দনিয়া সবুজকুঁড়ি কচিকাঁচার মেলার সদস্যরা। অনুষ্ঠান শেষে সন্ধ্যা সোয়া ৬টায় ভারতের শিল্পীমন পরিবেশন করবে 'শ্বাসকষ্ট' নাটক। এটি রচনা করেছেন শংকর তালুকদার। নির্দেশনা দিয়েছেন শুভজিৎ ব্যানার্জী। সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার শূণ্যন পরিবেশন করবে মান্নান হীরা রচিত ও সুদীপ চক্রবর্তী নির্দেশিত নাটক 'লালজমিন'। এতে একক অভিনয় করবেন মোমেনা চৌধুরী। ২৩ ফেব্রম্নয়ারি সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের কালপুরুষ নাট্য সম্প্রদায় পরিবেশন করবে 'রাক্ষুষী'। কাজী নজরুল ইসলাম রচিত নাটকটির নির্দেশনায় রয়েছে শুভ্রা বিশ্বাস। এতে একক অভিনয় করবেন এই নির্দেশক। সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের গোবরডাঙ্গা নকশা পরিবেশন করবে 'কোন গৃহবধূ' নাটকটি। তিলোত্তমা মজুমদারের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন আশিস দাস। এতে একক অভিনয় করবেন দীপান্বিতা দাস। ২৪ ফেব্রম্নয়ারি সন্ধ্যা ৬টায় ময়মনসিংহের অন্বেষা থিয়েটার পরিবেশন করবে 'জয়তুন বিবির পালা' নাটকটি। রচনা ও নির্দেশনায় রয়েছেন সায়িক সিদ্দিকী। ২৫ ফেব্রম্নয়ারি সন্ধ্যা ৬টায় ঢাকার স্বরব্যঞ্জন আবৃত্তি সংগঠন পরিবেশন করবে 'ঘুম নেই অতঃপর' নাটকটি। এটি রচনা করেছেন নাসিরউদ্দিন ইউসুফ ও জাহানারা ইমাম। নির্দেশনায় রয়েছেন হাসান আরিফ। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্র পরিবেশন করবে 'বীরাঙ্গনার বয়ান'। রওশন জান্নাত রুশনী রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।