সুবর্ণা মুস্তাফার অন্যরকম একটি দিন

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
সুবর্ণা মুস্তাফা
সুবর্ণা মুস্তাফার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় একটি দিন ছিল গতকাল। কারণ গতকাল সুবর্ণা মুস্তাফার বাবা বাংলাদেশের বরেণ্য অভিনেতা গোলাম মুস্তাফার জন্মদিন। আবার একই দিনে তিনি সকাল ১০টা ৩০ মিনিটে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন। শপথ নেয়ার আগে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাবার কবরস্থানে গিয়েছিলেন সুবর্ণা মুস্তাফা। সুবর্ণা মুস্তাফা তার বাবাকে 'বোবা' বলে ডাকতেন। বাবার কবরস্থানে কিছুটা সময় থেকে তিনি সরাসরি জাতীয় সংসদ ভবনে চলে যান। সংরক্ষিত নারী আসন থেকে মনোনীত সাংসদ হিসেবে শপথ নেয়ার পর সুবর্ণা মুস্তাফা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, 'এটা সত্যি যে এই মুহূর্তে আমি বেশ উচ্ছসিত। শপথ নেয়ার পর সংসদের সবাই বলেছেন আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারব, আর সবাই বলেছেন বিধায় আমি এখন বেশ সাহস পাচ্ছি। তবে যেহেতু এটা আমার জন্য একেবারেই নতুন একটি জায়গা তাই আমি বিষদভাবে জেনে নেয়ার চেষ্টা করছি। আশা করছি, আমি আমার দায়িত্ব যথাযথভাবেই পালন করতে পারব।' জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে কাজ শুরুর পর থেকে স্বাভাবিকভাবে আপনার ব্যস্ততা বেড়ে যাবে। অভিনয় আপনাকে আগের মতো পাওয়া যাবে কী? এমন প্রশ্নের জবাবে সুবর্ণা মুস্তাফা বলেন, 'মাসের ৩০ দিনই কিন্তু অভিনয়ে আমি কখনোই ব্যস্ত ছিলাম না। তাই অভিনয় থেকে দূরে থাকা হবে বিষয়টি এমনও নয়। গল্প পছন্দ হলে নিশ্চয়ই আমি সেভাবেই রুটিন করে, সিডিউল দিয়ে অভিনয় করব। আমি আমার নিজের ভালোলাগা থেকেই কাজ করব।' এদিকে গতকাল বিকেলেই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সুবর্ণা মুস্তাফা বাংলাদেশের সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 'একুশে পদক' গ্রহণ করেন। এর পরপরই তিনি সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমি'তে 'একুশে প্রথম প্রহর উদযাপন ও গোলাম মুস্তাফা স্মরণ' অনুষ্ঠানে অংশ নেন। সুবর্ণা মুস্তাফা সর্বশেষ বদরুল আনাম সৌদের 'অক্ষর থেকে উঠে আসা মানুষ' নাটকে অভিনয় করেন। এতে সুবর্ণা মুস্তাফার বিপরীতে ছিলেন চিরসবুজ অভিনেতা আফজাল হোসেন।