সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গান গেয়ে সংসদ মাতালেন মমতাজ বিনোদন রিপোর্ট গান গেয়ে সংসদ মাতালেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগম। মঙ্গলবার (১৯ ফেব্রম্নয়ারি) রাতে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় গান গেয়েছেন তিনি। 'এগিয়ে চলো বাংলাদেশ, পাল উড়িয়ে দাও' শিরোনামের এ গান শুনে অনেকেই প্রশংসা করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও তাকে ধন্যবাদ জানান। তার এই গানে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরেন তিনি। তবে গান গাওয়ার আগে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন ও তার এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম নিজ এলাকায় মেট্রোরেল, গ্যাস সরবরাহ ও শিল্পনগরী হিসেবে ঘোষণার দাবি জানান। এ ছাড়া তার নির্বাচনী এলাকাকে উপশহর করার দাবি করেন। এর মাধ্যমে ঢাকায় চাপ কমবে বলেও তিনি উলেস্নখ করেন। বক্তৃতার শেষ পর্যায়ে মমতাজ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বর্তমান তথ্যমন্ত্রী হাছান মাহমুদের নেতৃত্বে আওয়ামী লীগের প্রচার সেলের মাধ্যমে আমরা কয়েকটি গান করেছিলাম। যে গানের মাধ্যমে আমরা এ দেশের মানুষের কথা, আমাদের সরকারের কথা, আমাদের নেত্রীর কথা তুলে ধরার চেষ্টা করেছি। ছয় মাস পর ঢাকার মঞ্চে 'হাছনজানের রাজা' বিনোদন রিপোর্ট নাট্যদল প্রাঙ্গণেমোরের আলোচিত প্রযোজনা 'হাছনজানের রাজা'। গত বছরের ২০ এপ্রিল নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। এরপর দেশ-বিদেশে বেশ কিছু সফল মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৬ মাস পর আবারো ঢাকার মঞ্চে প্রদর্শিত হতে যাচ্ছে 'হাছনজানের রাজা'। আগামীকাল শুক্রবার ২২ ফেব্রম্নয়ারি সন্ধ্যা ৭টায় নগরীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি। এটি রচনা করেছেন শাকুর মজিদ, নির্দেশনায় রয়েছেন অনন্ত হীরা। সুনামগঞ্জ, নেত্রকোনা, রামপাশা, লক্ষ্ণণ শ্রী আর সিলেটের একাংশ নিয়ে পাঁচ লাখ বিঘার বিশাল অঞ্চলের জমিদার ছিলেন হাছন রাজা। মরমি এ গীতিকবিকে মঞ্চে নিয়ে এসেছে নাট্যদল প্রাঙ্গণেমোর। নাটকটিতে হাছন রাজার চরিত্রে অভিনয় করছেন রামিজ রাজু। হাছন রাজা চরিত্রে অভিনয়ের প্রস্তুতির বিষয়ে রামিজ রাজু বলেন, 'এই সময়ে আমরা যারা আছি তারা কেউ হাছন রাজাকে দেখিনি। হাছন রাজা দেখতে কেমন ছিলেন তা আমরা অনেকেই জানি না। তার শেষ বয়সের একটি ছবি পাওয়া গেছে সেটা স্টিল না পোর্ট্রেট, সেটাও সঠিকভাবে জানি না। সম্ভবত স্টিল হবে। হাছনা রাজা কীভাবে হাঁটতেন, কীভাবে কথা বলতেন এসব বিষয় এই একটি ছবি দিয়ে বোঝা সম্ভব নয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে জানার জন্য তার রেকর্ড আছে, নজরুলকে জানার জন্য তার অভিনীত চলচ্চিত্র পাই কিন্তু হাছন রাজার ক্ষেত্রে এসব সহযোগিতা পাইনি। এজন্য তার জীবন কাহিনি দিয়ে তাকে কল্পনা করে নিতে হয়েছে। তার যেসব রমণী ছিল, তার যে জীবনযাপন পদ্ধতি ছিল সেসব তথ্য জেনে একপ্রকার কাল্পনিকভাবে তাকে মনে এঁকে নিয়েছি।' নাটকটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন আউয়াল রেজা। এছাড়াও অভিনয় করবেন মাইনুল তাওহীদ, সাগর রায়, শুভেচ্ছা রহমান, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, আশা, প্রকৃতি, প্রীতি, সুজয়, নীরু, সুমন, বাঁধন ও রুমা।