নতুন ছন্দে মাহি

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিনোদন রিপোর্ট ঢাকাই চলচ্চিত্রের অন্যতম চিত্রনায়িকা মাহিয়া মাহি। রূপালী পর্দায় তার শুরুটা ছিল অনেকটা জমকালো ভাবেই। শুরু থেকেই ক্যারিয়ারের পালে লেগে ছিল সুখের হাওয়া। খুব অল্প সময়ে চিত্রপাড়ায় সবার নজরে পড়েন এই গস্নামার কন্যা। প্রযোজক ও পরিচালকরা তাকে নিয়ে ভালো কিছু প্রত্যাশাও করেন। ধীরে ধীরে সিনেমায় মাহির ব্যস্ততা বাড়তে থাকে। প্রেক্ষাগৃহে মাহির ছবি মানেই দর্শকের আলাদা আকর্ষণ। সব কিছু ভালোই চলছিল। কিন্তু হঠাৎ দমকা হাওয়ায় ছন্দপতন ঘটে মাহির ক্যারিয়ারে। পর পর কয়েকটি ঘটনায় নিজেকে সামলে নিতে বেগ পেতে হয় এ নায়িকার। 'অগ্নি-টু' ছবি মুক্তির পর নতুন করে আলোচনায় আসলেও সাফল্য ধরে রাখতে পারেননি মাহি। এ সময়ের মধ্যে কিছু চলচ্চিত্রে অভিনয় করলেও তা দর্শক টানতে পারেনি। গত বছরে তার কয়েকটি ছবি মুক্তি পেলেও তা দর্শক হৃদয়ে সাড়া জাগাতে পারেনি। এ নিয়ে মাহি বলেন, 'একজন শিল্পীর ক্যারিয়ারে আপ-ডাউন আসে। আমার বেলাতেও তাই হয়েছিল। আমি এ সময়টাকে সেভাবেই দেখছি। আমি আমার কাছের অনেককেই বলেছি, ওই সময়টাতে নিজেকে কনটিনিউ রাখতে বেশ কিছু মানহীন প্রজেক্টে অভিনয় করে ফেলেছি। তবে চলতি বছরের জন্য যে পরিকল্পনা করেছি, সেখানে অনেক গুছিয়ে কাজ করব। আগে যেভাবে কাজ করতাম, সেভাবে কাজ করার চেষ্টা করব।' তবে চলতি বছরটা নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন মাহি। ইতোমধ্যে নতুন বছরে কয়েকটি ছবির প্রস্তাবও পেয়েছেন। তবে কম হলেও ভালো কাজের মাধ্যমে নিজেকে ধরে রাখতে চান তিনি। ফিরতে চান নতুন ছন্দে। এরই ধারাবাহিকতায় আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তিপাচ্ছে তার অভিনীত এ বছরের প্রথম চলচ্চিত্র 'অন্ধকার জগৎ'। বদিউল আলম খোকন পরিচালিত এ ছবিতে মাহিকে দেখা যাবে অ্যাকশন নায়িকা হিসেবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা ডি এ তায়েব। ছবিটি নিয়ে মাহি বলেন, 'অন্ধকার জগৎ' 'গল্পনির্ভর ছবি। এ বছরে আমার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি এটি। ছবিটি নিয়ে আমি ভিষণ আশাবাদী। এখানে আমাকে একটু ভিন্ন লুকে দেখা যাবে। এতে আমি একজন গোয়েন্দা বাহিনীর লোক হিসেবে কাজ করছি। গোয়েন্দা হওয়ার কারণে একেক সময় একেক রূপ ধারণ করতে হয় আমাকে। অপরাধীদের ধরতেই এমন বহুরূপী চরিত্র আমার। এতে ডিএ তায়েব ভাই অভিনয় করছেন গোয়েন্দা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে।' বর্তমানে মাহি বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত বছর তিনি 'অবতার' ছবিটির শুটিং শেষ করেছেন। 'আনন্দ অশ্রম্ন'সহ কয়েকটি ছবির শুটিং শেষ হওয়ার অপেক্ষায় আছে।