সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
'প্রিয় মুখ'-এ ইলিয়াস কাঞ্চন বিনোদন রিপোর্ট চলচ্চিত্রাভিনেতা ইলিয়াস কাঞ্চন। সাবলীল অভিনয় গুণে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত 'বেদের মেয়ে জোছনা' সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। এ পর্যন্ত প্রায় তিনশ চলচ্চিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান এই অভিনেতা। বর্তমানে চলচ্চিত্রের পর্দায় তাকে তেমনটা দেখা যায় না। এবার তারকাদের জীবনীভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান 'প্রিয় মুখ'-এ হাজির হতে যাচ্ছেন তিনি। এতে তার ক্যারিয়ার ও ব্যক্তি জীবনের অজানা কথা বলবেন। শহিদুল ইসলাম সজীবের প্রযোজনায় অনুষ্ঠানটি গ্রন্থনা ও সমন্বয়কের দায়িত্ব পালন করছেন দুলাল খান। আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় বৈশাখী টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হবে। ইলিয়াস কাঞ্চন ৪১ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে নাম-যশ-খ্যাতি, প্রভাব প্রতিপত্তি- সবই পেয়েছেন। কুড়িয়েছেন কোটি কোটি মানুষের অফুরন্ত ভালোবাসা। 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের উদ্যোক্তা চলচ্চিত্রাভিনেতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন ধরেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন তিনি। নিরাপদ সড়ক আন্দোলনের কারণেই গত বছর দেশের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার একুশে পদকে ভূষিত হন। আজ শুভর 'আহারে' বিনোদন রিপোর্ট চিত্রনায়ক আরিফিন শুভ। টিভি নাটক দিয়ে অভিনয় শুরু করলেও এখন চলচ্চিত্রেই তার ব্যস্ততা। বাংলাদেশি চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার ছবিতে। আজ কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি 'আহারে'। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন। ছবিটি পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ। ছবিটির প্রচারণা কাজে তিনি এখন কলকাতায় রয়েছেন। ছবিটি নিয়ে তিনি বলেন, 'ভালো একটি কাজ হয়েছে। ঢাকার এক মুসলিম বাঙালি শেফ এবং কলকাতার এক বাঙালি হিন্দু হোম কুকের দেখা হওয়া নিয়ে এগিয়েছে এই ছবির গল্প। ইতোমধ্যে এর ট্রিজার প্রকাশ পেয়েছে। ছবিটি কলকাতায় মুক্তি পাচ্ছে। প্রতিটি শিল্পীই তার কাজ নিয়ে ভালো কিছু আশা করেন। দর্শক সিনেমা হলে গিয়ে দেখলে বুঝতে পারবেন ছবিটি আসলে কেমন।'