সাক্ষাৎকার

দর্শকের ভালোবাসা নষ্ট করতে চাই না

অভিনেত্রী ফারহানা মিলি। টিভি নাটকে নিয়মিত অভিনয় করলেও 'মনপুরা'র পর নতুন কোনো চলচ্চিত্রে তাকে আর দেখা যায়নি। অভিনয় ও সমসাময়িক বিষয়ে কথা হয় তার সঙ্গে...

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ফারহানা মিলি
ব্যস্ততা... অভিনয় নিয়েই ব্যস্ততা। চিটিং মাস্টার, সোনাভান'সহ বিভিন্ন চ্যানেলে আমার কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। প্রচার চলতি ধারাবাহিকগুলোর পাশাপাশি খন্ড নাটকেও কাজ করছি। সচেতনতা মূলক নাটকে... সুখী এক দম্পতির দুই সন্তানকে লালন-পালনের যাবতীয় বিষয়ের চিত্রায়ণ করা হয়েছে 'গুড্ডুবুড়া' নামক নতুন ধারাবাহিকে। এতে আমার বিপরীতে অভিনয় করছেন রওনক হাসান। বাচ্চা লালন-পালনের বিষয়টি সবার কাছে স্বাভাবিক। তবে কিন্তু কিছু কিছু বিষয় আছে যা হয়তো অনেকে জানেন না। সেটাই দেখানো হবে এ নাটকে। গতানুগতিকের বাইরে এ নাটকের গল্প। নাটকটিতে অভিনয় করতে আমারও খুব ভালো লেগেছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে। ২৬টি পর্বের এ ধারাবাহিকটি নির্মিত হয়েছে দুরন্ত টিভির জন্য। বিজ্ঞাপন... ক্যারিয়ারের শুরুর দিকে বাংলা লিংকের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। এরপরও বিজ্ঞাপনে কাজ করা হয়েছে। তবে দীঘির্দন পর গত বছরের শেষ দিকে নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছি। পূজা রোজারিওর নিদের্শনায় বিজ্ঞাপনটি আরএফএল'র বেবি ডায়াপারের। 'মনপুরা'র এক দশক... গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'মনপুরা' ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালের ১৩ই ফেব্রম্নয়ারি। দেখতে দেখতে এক দশক পার হয়ে গেল। এ ছবির প্রধান চরিত্র পরির ভূমিকায় অভিনয় করেছিলাম। এর আগে আমার কোনো সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা ছিল না। মঞ্চে কাজ করি আর পড়াশোনা করি। অল্পবিস্তর টিভিতে কাজ করি। আমার ধারণা ছিল না যে ছবিটি এত জনপ্রিয় হবে। এ ছবির কারণে এখনো আমাকে মানুষ মনে রেখেছে, এটা একটা বড় পাওয়া। নেই নতুন চলচ্চিত্রে... আমি প্রথম চলচ্চিত্র দিয়ে যে পরিমাণ ভালোবাসা এখনো দর্শকের পাই সেটি নষ্ট করতে চাই না। চলচ্চিত্রে অভিনয় করার আমারও ইচ্ছে আছে। কিন্তু সেটি যদি ভালো কিছু না হয় তাহলে কেন অভিনয় করব? গেল কয়েক বছরে আমাদের কয়টা ভালো ছবি নির্মাণ হয়েছে এটি আমরা সবাই জানি। যদি আমি নিজেকে ভাঙতে পারি এবং দর্শকের মনে দাগ কাটার মতো নতুন কোনো চরিত্র পাই তাহলে দর্শক আবারও বড় পর্দায় আমাকে পাবেন।