অভিনয়শিল্পী সংঘে নির্বাচনী তোড়জোড়

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
দেশের টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সব থেকে বড় সংগঠন 'অভিনয়শিল্পী সংঘে'র দ্বি-বার্ষিক নির্বাচন আসন্ন। হিসেব অনুযায়ী গেল ২০১৭-২০১৮ মেয়াদের নির্বাচিতদের মেয়াদ শেষ হয়েছে চলতি ফেব্রম্নয়ারির ২০ তারিখ। কারণ উক্ত মেয়াদের নির্বাচিতরা শপথ নিয়েছিলেন ওই তারিখেই। ফলে নতুন নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে সংগঠনটিতে। নির্বাচন উপলক্ষে শুক্রবার (২২ ফেব্রম্নয়ারি) দিনভর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অভিনয়শিল্পী সংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শহিদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবীব নসিম, জাহিদ হোসেন শোভন, ইন্তেখাব দিনার, আনিসুর রহমান মিলন, আজাদ আবুল কালামসহ সংঘের অন্য সদস্যরা। সভায় নতুন নির্বাচনের কমিশনার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদের নাম ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। এ ছাড়া সহযোগী নির্বাচন কমিশনার হিসেবে আছেন কামাল বায়েজিদ, ড. মোহাম্মদ বারী, আফরোজা বানু এবং এস এ হক অলিক। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের বর্তমান সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম। নাসিম বলেন, 'নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করা হয়েছে। এখন সম্মানিত কমিশনারগণ বসে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তারাই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।'