সাক্ষাৎকার

৫০ নাটকের মধ্যে ৪৭টিরই চিত্রনাট্য নেই

মঞ্চ নাটকের পাশাপাশি দীর্ঘদিন ধরেই টিভি নাটকে কাজ করছেন শাহনাজ খুশি। বর্তমানে বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে তার। আগামী মাস থেকে প্রচারে আসবে নতুন আরও একটি ধারাবাহিক নাটক। অভিনয়ে ব্যস্ততা ও সমসাময়িক নানা বিষয়ে কথা হয় তার সঙ্গে....

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শাহনাজ খুশি
চলমান সময়... প্রচার চলতি দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি। আরটিভিতে প্রচার হচ্ছে 'ডি টুয়েন্টি' এবং 'সোনার খাঁচা' প্রচার হচ্ছে এনটিভিতে। বৃন্দাবন দাসের রচনায় দুটি নাটকই পরিচালনা করেছেন সাগর জাহান। আগামী মার্চ থেকে বাংলাভিশনে প্রচার শুরু হবে নতুন ধারাবাহিক নাটক 'ভদ্রপাড়া'। বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। ভদ্রপাড়ায় সাবিত্রী... দীর্ঘ অভিনয়জীবনে ব্যতিক্রমী এক গল্পের নাটকে অভিনয় করলাম। সামাজিক নানান মূল্যবোধের অবক্ষয় নিয়ে বর্তমানের যে অবস্থা তা তুলে ধরা হয়েছে এ নাটকে। এতে কোনো হাস্যরস নেই। এতে আমার চরিত্রের নাম সাবিত্রী। হিন্দু পরিবারের বউ। আমার স্বামী প্রাণ রায় গান পাগল একজন মানুষ। নাটকের শুটিং শুরু হয়েছিল এক বছর আগে। নানা সমস্যার কারণে এ নাটকের শুটিং শেষ হয়ে প্রচারে আসতে সময় লেগেছে। খন্ড নাটকে কম অভিনয়... মাসে ১০ দিনের বেশি কাজ করা সম্ভব হয়ে ওঠে না। পরিবারকেও সময় দিতে হয়। ধারাবাহিকের পাশাপাশি সময় সুযোগ হলে খন্ড নাটকেও কাজ করি। সম্প্রতি সকাল আহমেদের পরিচালনায় ঈদের দুটি খন্ড নাটকের শুটিং করে এলাম নেপাল থেকে। এবারই প্রথম দেশের বাইরে নাটকের শুটিং করে এলাম। বিদেশে শুটিং... গল্পের প্রয়োজনে বিদেশে নাটকের শুটিং হতে পারে। 'লেকুর এভারেস্ট জয়' ও '২৫/২ কাঠমুন্ডু ভ্যালি' শিরোনামে যে দুটি নাটকে কাজ করলাম এর জন্য বিদেশে শুটিং করা প্রয়োজন ছিল। গল্পের প্রয়োজনে ইউরোপ, আমেরিকাতেও শুটিং হতে পারে। কিন্তু যে শুটিং আমাদের দেশে সম্ভব, তা না করে অযথাই কেন বিদেশে শুটিং করতে হবে তা আমারও বোধগম্য নয়। নাটকের বর্তমান অবস্থা... নাটকের চলমান অবস্থা নিয়ে বলতে চাই না। ভালো মন্দের বিচার করবে দর্শক। অধিকাংশ নাটকের চিত্রনাট্য থাকে না। দেখা গেছে, ৫০টি নাটকের মধ্যে প্রায় ৪৭টি নাটকেরই চিত্রনাট্য নেই। যা আছে, তাও অন্য নাটকের কপি। ঘুরে ফিরে একই। এসব ভালো লাগে না। তার পরও নাটক হচ্ছে, দর্শকরা দেখছেন, বুঝতেও পারছেন। কিন্তু দর্শকরা এসব কপি নাটক দেখে তা আবার ভুলে যান। চলচ্চিত্রের ইচ্ছা... দীর্ঘদিন ধরেই টেলিভিশনের পর্দায় কাজ করছি। চলচ্চিত্রে কাজ করতে ভীষণ ইচ্ছে করে। ভালো গল্প ও চরিত্র যদি হয় তাহলে অবশ্যই কাজ করব। যে চরিত্রে কাজের জায়গা থাকবে এমন চরিত্র। শুধু নামে মাত্র চলচ্চিত্রে কাজ করতে চাই না।