শুরু হলো বাংলার কোটিপতি

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
গেম শো ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নেয়ারের’ বাংলা ভাসর্ন ‘কে হবে বাংলার কোটিপতি’ শুরু হয়েছে। এর সঞ্চালকের ভ‚মিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রতি সোম থেকে শুক্রবার রাত ৯টায় (ভারতীয় সময়) প্রচারিত হবে এ গেম শো। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৯টায় ‘কে হবে বাংলার কোটিপতি’ সম্প্রচার হবে। কৌন বানেগা ক্রোড়পতি নিয়ে দশের্কর উন্মাদনার কমতি ছিল না। আর তা যদি হয় বাংলা ভাসের্ন তাহলে তা বাঙালি দশের্কর মধ্যে কীরকম উন্মাদনা তৈরি করবে তা আর বলার অপেক্ষা রাখে না। বছর কয়েক আগে ‘কে হবে বাংলার কোটিপতি’র প্রথম সিজন আসে টেলিভিশনের পদার্য়। সে পবের্ সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন সঞ্চালনায়। যার জেরে নিমার্তারা পেয়েলেন আকশছেঁায়া টিআরপি। দশর্কদের উন্মাদনাও বেশ ভালোই। নতুন সিজনে প্রযোজক একই থাকলেও, বদল হয়েছে চ্যানেলের। সে হিসেবে বদলেছে সঞ্চালকও। হাই বাজেট এবং টিআরপি রেটেড রিয়্যালিটি গেম শো বলেই সঞ্চালক হিসেবে বেছে নেয়া হয়েছে প্রসেনজিৎকে।