হুমায়ূনের প্রয়াণ দিবসে ‘কৃষ্ণপক্ষ’ ও অন্যান্য

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
কিংবদন্তি লেখক ও নিমার্তা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস ১৯ জুলাই। বরাবরের মতো দিবসটিতে বিশেষ আয়োজন থাকছে চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায়। চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়, এদিন প্রচার হবে জনপ্রিয় চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’ ও আরও দুটি অনুষ্ঠান। সকাল সাড়ে ৭টায় দশর্ক দেখবেন চ্যানেলটির নিয়মিত আয়োজন ‘গানে গানে সকাল শুরু’-এর বিশেষ পবর্। অনুষ্ঠানে হুমায়ূনের গান পরিবেশন করবেন শিল্পীরা। দুপুর সাড়ে ১২টায় থাকছে চ্যানেল আইয়ের আরেক জনপ্রিয় আয়োজন ‘তারকা কথন’-এর বিশেষ পবর্। এতে হুমায়ূনকে নিয়ে স্মৃতিচারণ করবেন কাছের মানুষেরা। হুমায়ূনের একই নামের উপন্যাস অবলম্বনে বছরতিনেক আগে মেহের আফরোজ শাওন নিমার্ণ করেছিলেন চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। ওই সিনেমাটি প্রচার হবে দুপুর সাড়ে ৩টায়। দুটি বিভাগে জাতীয় পুরস্কার পাওয়া চলচ্চিত্রটির প্রধান চরিত্রে আছেন রিয়াজ ও মাহি। আরও অভিনয় করেছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, আজাদ আবুল কালাম ও পূজা চেরি।