সব মাধ্যমেই ফিরছেন রিচি
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বিনোদন রিপোর্ট
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আসা-যাওয়া করছেন দেশীয় শোবিজের এক সময়ের সাড়া জাগানো ও ব্যস্ত তারকা রিচি সোলায়মান। শোবিজের সব শাখা থেকে অনেকটাই সরিয়ে রেখেছেন এই অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী ও প্রযোজক। বর্তমানে সংসার-সন্তান নিয়েই তার ব্যস্ততা তার। ক্যারিয়ারের দুই দশকেরও বেশি সময় পার করা রিচি সোলায়মান প্রাণের টানেই বাংলাদেশে আসেন। এই অভিনেত্রী আমেরিকা পাড়ি জমানোর পর থেকেই বলে আসছেন, ভালো গল্প, চিত্রনাট্য ও চরিত্র পেলে সময় সুযোগ পেলে অবশ্যই অভিনয় করবে। কারণ অভিনয় আমার শখের একটা জায়গা। এ কারণে দেশে ফিরলেই তাকে ঘিরে একাধিক নির্মাতার ধুম পড়ে যায়। অনেকেই নিজেদের প্রস্তুত থাকা গল্প ও চিত্রনাট্য নিয়ে হাজির হন তার কাছে। টিভি চ্যানেলগুলোতেও সাক্ষাৎকার কিংবা টক শোমূলক অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ এমনকি অনুরোধও জানানো হয়। পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও আগ্রহী হয়ে ওঠেন তার সঙ্গে খানিকক্ষণ কথা বলার জন্য। তবে চলতি বছরের শুরুতে যখন শেষবার বাংলাদেশে এসেছিলেন, তখন এসবের কিছুই হয়নি। নাটক সিনেমাতেও অভিনয় করেননি। শুধু তাই নয়, দেখা করেননি এক সময়ের সহকর্মীদের সঙ্গেও। কারণ তিনি এসেছিলেন ছোট ভাই ফাহিম সোলায়মানের বিয়ে উপলক্ষে। ৪ জানুয়ারি রাজধানীর গল্প গার্ডেনে ফাহিম ও সিনথিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিচির স্বামী রাসেক মালিকও। বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন রিচি। বিয়ের পর ভাইয়ের শ্বশুরবাড়ি, সেখান থেকে সিলেট, এরপর ঢাকা। এজন্য তাকে মুঠোফোনে পাওয়াটাও অনেক কঠিন হয়ে দাঁড়ায়। অবশেষে ক্ষুদে বার্তা পাঠানোর পর মুঠোফোনে যায়যায়দিনকে খানিকক্ষণ সময় দেন এই তারকা। রিচি বলেন, 'ছোট ভাইয়ের বিয়ে এবং বিয়ের পরের নানা আনুষ্ঠানিকতা নিয়ে ভীষণ ব্যস্ত থাকতে হচ্ছে। আমার বাবা বেঁচে নেই। বড় ভাই আর আমাকে এই বিয়ে নিয়ে অনেক ব্যস্ত থাকতে হচ্ছে। সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন, তাদের সংসার যেন সুখের হয়।'
তবে এবার বিরতি ভেঙে ফের অভিনয়ে ফেরার আভাস দিলেন এই মডেল-অভিনেত্রী। পাশাপাশি আরও একটি তথ্য দিয়ে রিচি সোলায়মান জানালেন, তিনি আর আগের মতো আমেরিকায় বছর জুড়েই বসবাস করি না।
বছরের একটা সময় তাকে আমেরিকাতে থাকতে হয়, বাকি সময় তিনি দেশেই থাকেন দুই সন্তানকে নিয়ে। কিন্তু দুই সন্তানের লেখা নিয়ে তাকে এতটাই ব্যস্ত থাকতে হয় যে, অভিনয়ের জন্য আলাদা সময় বের করা তার জন্য একটু কঠিনই হয়ে যায়।' তারপরও রিচি সব সময়ই বলে এসেছেন ভালো গল্প পেলে তিনি অভিনয় করবেন। ঠিক তেমনি একটি ভালো গল্প এবার তার পছন্দ হয়েছে বলেই আগামী কিছুদিনের মধ্যে রিচিকে নতুন আরও একটু নাটকে অভিনয় করতে দেখা যাবে। সোমবার সকালেই বিষয়টি নিশ্চিত করেছেন রিচি সোলায়মান। বর্তমানে নাটকটির গল্পের পূর্ণাঙ্গ কাজ চলছে বলে জানালেন রিচি। নাটকটি নির্মাণ করবেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।
রিচি সোলায়মান বলেন, 'রানা এবং সুব্রত দু'জনই আমার কাছে এসেছিলেন। তারা এসে আমাকে মূলত গল্পটা শুনিয়েছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। রানা আমাকে বলেছিল যে গল্পটা মূলত আমাকে ভেবেই লেখা। আমিও তাদের কাছে গল্প শুনে স্পষ্ট হয়েছি গল্পটা আমাকে ভেবেই লেখা। যে কারণে আমি সম্মতি দিয়েছি কাজটি করার। সবকিছু ম্যানেজ করে এতে অভিনয় করা যেতে পারে। বছরের বেশিরভাগ সময়ই আমি দেশে থাকি। দেশে থাকি না, এটাও একটা ভ্রান্ত ধারণা। যাই হোক, রানা ও সুব্রতকে ধন্যবাদ আমাকে আমার পছন্দমতো একটি গল্পে কাজ করার সুযোগ দেবার জন্য।'
অমিতাভ আহমেদ রানা বলেন, 'গল্পটা পছন্দ হওয়ায় আমি এবং সুব্রত অন্যান্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি রিচিকে নিয়ে আমাদের প্রথম কাজ ভালোভাবে শেষ হবে ইনশাআলস্নাহ। চয়নিকা দিদিও অনেক নাটকে রিচি অভিনয় করেছেন। কিন্তু এর বাইরে আলাদাভাবে আমার এবং সুব্রতর নির্দেশনায় এবারই প্রথম কাজ করতে যাচ্ছেন রিচি। তাই আমাদের প্রস্তুতিটাও বেশ গুরুত্বপূর্ণ।'
এদিকে আগামী ৬ অক্টোবর আবার আমেরিকা চলে যাবেন রিচি, ফিরবেন নভেম্বরের প্রথম সপ্তাহে। ফিরে এসে তিনি ওটিটি পস্ন্যাটফর্মের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করবেন বলেও জানান রিচি। তবে সব সময়ই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন উলেস্নখ করে এই অভিনেত্রী বলেন, 'গতানুগতিক গল্পের সমাহারে বিরক্ত লাগে। এমন চিত্রনাট্যে কাজ করতে চাই যা চ্যালেঞ্জিং, এক্সক্লুসিভ। এ ধরনের কাজ ভালো লাগে। অভিনয় শুধু করলে হয় না, পরিতৃপ্তির একটা বিষয় আছে। আমি মনে করি আমাদের শোবিজের চলমান এই সংকট অচিরেই আর থাকবে না। আবার সুদিন ফিরে আসবে। আপনারা সবাই জানেন, আমি বেশ কয়েকটি নাটক প্রযোজনা করেছি। সেগুলোতে সাফল্যও পেয়েছি। সেই সাফল্যের দরুন আমি সিনেমা প্রযোজনার ঘোষণাও দিয়েছিলাম। এমন একটি সিনেমা বানানোর পরিকল্পনা করেছিলাম, যেটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, সম্মান বয়ে আনবে। আমি বিশাল বাজেট কিংবা তারকাবহুল চলচ্চিত্রের পক্ষপাতী নই। এখন ভালো গল্প, ভালো নির্মাণ মাথায় রেখেই কাজ করতে চাই। এজন্য আমি একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি। চিত্রনাট্যও দেখছি। সময় হলে আমি সবাইকে জানিয়েই কাজ শুরু করব।'