সিনেমা বানাচ্ছেন সোহানা সাবা

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৩, ০০:০০

বিনোদন রিপোর্ট
এবার নতুন পরিচয় যোগ হচ্ছে 'আয়না'খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সোহানা সাবার ক্যারিয়ারে। অচিরেই তিনি সিনেমা প্রযোজনাতে হাত দিচ্ছেন। এতে গল্পের প্রধান চরিত্রে তিনি নিজেই অভিনয় করবেন। পাশাপাশি আগামী কিছু দিনের মধ্যে তিনি একটি ওয়েব সিরিজেও কাজ করতে যাচ্ছেন সাবা। তার নিজস্ব প্রযোজনা সংস্থা 'খামারবাড়ি' থেকে সিনেমাটি নির্মাণ করা হবে বলে নিশ্চিত করেছেন সোহানা সাবা। আগামী ২০ অক্টোবর 'অসম্ভব' সিনেমা মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন পরিচালক অরুণা বিশ্বাস। এই সিনেমাতে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। সোহানা সাবা জানান, শিগগিরই তিনি একটি ওটিটি পস্ন্যাটফরমের ওয়েব সিরিজে কাজ করবেন। তিনি সিনেমা এবং ওয়েবে কাজের দিকেই মনোযোগ আরও বাড়াতে চান। এদিকে সাবা শেষ করেছেন আফজাল হোসেনের পরিচালনায় 'মানিকের লাল কাঁকড়া' সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন ফেরদৌস আহমেদ। এছাড়া সোহানা সাবা জানিয়েছেন আগামী কিছু দিনের মধ্যেই মনের ইচ্ছে পূরণ করতে যাচ্ছেন। দীর্ঘ ১৭ বছর ধরে সাবা নিয়মিত মেডিটেশন করে আসছেন। এর পাশাপাশি বেশ কয়েক বছর ধরে তিনি ইয়োগাও করছেন নিয়মিত। 'হৃষিকেশ' থেকে তিনি ইয়োগার টিচার্স ট্রেনিং কোর্সও সম্পন্ন করে এসেছেন। তাই কিছু দিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছেন রাজধানীর গুলশানে আগামী কিছু দিনের মধ্যেই ইয়োগা প্রশিক্ষণ সেন্টারের যাত্রা শুরু করবেন। তিনি নিজেই প্রশিক্ষণ দেবেন। নার্সারি থেকে একটি লেভেল পর্যন্ত তিনি ইয়োগা প্রশিক্ষণ দেবেন। সোহানা সাবা তার নিজের এই প্রতিষ্ঠানের নাম দিয়েছেন 'ইয়োগিস'। ইয়োগা থেকে ইয়োগি এবং নিজের নাম থেকে এস নিয়ে তিনি নামকরণ করেছেন 'ইয়োগিস'। এখন তার পুরো চিন্তাভাবনা যেন এই 'ইয়োগিস'কে ঘিরেই। এদিকে আজ সোহানা সাবার জন্মদিন। এবারের জন্মদিন তিনি দেশে উদযাপন করছেন না। গতকালই তিনি দেশের বাইরে উড়াল দিয়েছেন। নিজের 'ইয়োগিস', প্রযোজনা, জন্মদিন এবং অভিনীত সিনেমা প্রসঙ্গে সোহানা সাবা বলেন, অনেকেই আমাকে ইয়োগা শেখার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বিধায় আমি ইয়োগার টিচার্স ট্রেনিং কোর্সটা সম্পন্ন করেছি। যে কারণে শিগগিরই ইয়োগিসের যাত্রা শুরু হতে যাচ্ছে। আর প্রযোজনা করার ইচ্ছে ছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে এ বছরের শেষেই খামারবাড়ি থেকে প্রযোজনায় আসছি। জন্মদিনটা একটু নিজের মতো করেই উদযাপন করতে চেয়েছি বিধায় দেশের বাইরে চলে এসেছি। আশা করছি সময়টা ভালো কাটবে। আর দেশে ফিরে অরুণা দিদিও অসম্ভব সিনেমার প্রচারে থাকার চেষ্টা থাকবে আমার। ইয়োগিস এবং আমার প্রযোজিত সিনেমার জন্য সবার সহযোগিতা ও দোয়া চাইছি।