সা ক্ষা ৎ কা র

অতিরিক্ত বিজ্ঞাপন বিরতির জন্যই দশর্ক বিদেশি চ্যানেলের দিকে ঝুঁকছে

বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। জীবনের এই সময়ে এসেও অভিনয় করছেন নিয়মিত। অভিনয় ও সমসাময়িক বিষয়ে কথা হয় তার সঙ্গে...

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
সৈয়দ হাসান ইমাম
শারীরিক অবস্থা ও ব্যস্ততা... এ বয়সে তো আর পুরোপুরি ভালো থাকা যায় না। এরপরেও যতটুকু সুস্থ আছি এর মধ্যেই কাজ করছি। অসুস্থতার জন্য ঈদের নাটকে কাজ করতে পারি নাই। এখন কিছুটা ভালো আছি। বিভিন্ন চ্যানেলে আমার অভিনীত ৬-৭ টি ধারাবাহিক প্রচার হচ্ছে। এর পাশাপাশি খÐ নাটকেও কাজ করছি। সম্প্রতি বিটিভির একটি খÐ নাটকে কাজ করলাম। এছাড়া চারটি ধারাবাহিকে কাজ করছি। এসএ হক অলিক, হিমেল আশরাফ ও রেদওয়ান রনির তিনটি এবং অন্যটির পরিচালকের নাম মনে নেই। তবে, ধারাবাহিকটির নাম ‘বিনি সুতোর টান’। আরও কিছু নাটকের বিষয়ে কথা চলছে। চলচ্চিত্র... আপাতত এখন চলচ্চিত্রে কোনো কাজ করছি না। সবের্শষ নায়ক আলমগীরের ‘একটি সিনেমার গল্প’ ছবিটি মুক্তি পেয়েছে। শুনছি আগামী ঈদে শাহ আলম মন্ডলের ‘সাদাকালো প্রেম’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির নাম পরিবর্তন করে ‘ডনগিরি’ রাখা হয়েছে। এছাড়া কলকাতার একটি সিনেমাও মুক্তির অপেক্ষায় আছে। অতীত ও বতর্মান নাটক... আমাদের অতীতের নাটকের সুনাম আছে। তবে এখনকার নাটকগুলো যে খারাপ হচ্ছে তা নয়। অনেক ভালো ভালো নাটক বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। যারা অভিযোগ করেন বতর্মান নাটক ভালো হয় না, আমার মনে হয় তারা আমাদের নাটকগুলো দেখেন না। না দেখেই এমন মন্তব্য করেন। তারা হয়তো ভারতের সিরিয়াল নাটক দেখে অভ্যস্ত। ভারতের চেয়ে আমাদের সিরিয়াল অনেক গুণে ভালো। শুধু তাই নয়, খেয়াল করলে দেখা যায় ভারতের সিরিয়ালে তেমন কোনো বিষয়বস্তু নেই। যা আছে তা হচ্ছে- কড়া মেকাপ, ক‚টনীতি আর পারিবারিক দ্ব›েদ্বর প্রাধান্যই বেশি। আমি মনে করি এ থেকে শেখার কিছু নেই। অন্যদিকে আমাদের নাটকে জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। তবে প্রতিষ্ঠিত সাহিত্যিকদের লেখা থেকে নাটক ইদানীং কম হচ্ছে। দশর্ক চ্যানেল বিমুখ... অতিরিক্ত বিজ্ঞাপন বিরতির জন্যই দশর্ক বিদেশি চ্যানেলের দিকে ঝঁুকছে। টেলিভিশনের সামনে বসে দশর্ক মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন দেখতে চান না। দশর্ক বিনোদন পেতে একটি নাটক কিংবা সিনেমা দেখতে টেলিভিশনের সামনে বসেন কিন্তু অতিরিক্ত বিজ্ঞাপন তাদের মন বিষিয়ে তোলে। এর সমাধানে সংশ্লিষ্ট কতৃর্পক্ষের সচেতন হওয়া জরুরি। নতুন শিল্পীদের উদ্দেশে... নতুনদের অনেকই ভালো করছে তাদের আরও ভালো করতে হবে। একজন শিল্পী হতে হবে। একজন প্রকৃত শিল্পীর মৌলিক গুণ হচ্ছে- ভালো মানুষ হওয়া, সৎ থাকা, মানুষসহ সকল সৃষ্টির প্রতি ভালোবাসা থাকা। দেশকে ও দেশের মানুষকে ভালোবাসতে হবে। নিজস্ব সংস্কৃতির চচার্ বাড়াতে হবে। নিজের ভাষা বাদ দিয়ে অন্য ভাষার প্রতি দরদ থাকলে হবে না। মনে রাখতে হবে বাংলা ভাষা পৃথিবীর অন্যতম রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা বাংলার জন্য রাজপথে রক্ত দিতে হয়েছে। অবসরের ইচ্ছে... যেহেতু দীঘির্দন ধরে অভিনয়ে কাজ করছি তাই এখন আর অভিনয় ছাড়া ভালোও লাগে না। কখনই মনে হয় না অভিনয় ছেড়ে দেই কিংবা অবসর নেই। বরং অভিনয় করতেই ভালো লাগে। অভিনয় করে তৃপ্তি পাই।