চলচ্চিত্রের প্রস্তাব পাচ্ছেন না 'মিনি' কন্যারা

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
সাফা কবির
বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম বলে কথা। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীরই স্বপ্ন থাকে চলচ্চিত্রে নিজেকে উপস্থাপনের। চলচ্চিত্রকে টার্গেট করেই অনেকে মিডিয়ায় নিজের নাম লেখান। এরই মধ্যে ছোটপর্দার অনেক চাহিদাসম্পন্ন অভিনেত্রীরা চলচ্চিত্রে সম্পৃক্ত হয়ে সফল হয়েছেন। তাদের পথ ধরেই আশায় বুক বেঁধেছেন ছোটপর্দার এক সময়ের বেশ কয়েকজন সফল তরুণ অভিনেত্রী। তাদের মধ্যে অন্যতম সাবিলা নূর, তানজিন তিশা এবং সাফা কবির। গত বছরই চলচ্চিত্রে নামার ঘোষণা দিয়ে তারা বলেছিলেন, ২০১৯ সালেই চলচ্চিত্রে অভিনয় করবেন। তবে অবশ্যই ভালো গল্প এবং চরিত্র হতে হবে। শুধু তাই নয়, চলচ্চিত্রের জন্য নিজেরা পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়ে ছিলেন তারা। কিন্তু হতাশার খবর হলো, এমন ঘোষণার পরেও চলচ্চিত্রের খাতায় নাম ওঠেনি তাদের। চলতি বছরের তিন মাস পেরিয়ে গেলেও এখনও চলচ্চিত্র থেকে কোনো প্রস্তাব পাননি এই তিন গস্নামার কন্যা। টিভি নাটকে কদর থাকলেও তাদের নিয়ে চলচ্চিত্র নির্মাতারা আগ্রহ প্রকাশ করছেন না। ফলে তারা টিভি নাটকের পাশাপাশি কাজ করছেন ওয়েব সিরিজ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। ছোট পর্দার এ সময়ের আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেও নতুন বছরেই পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেছিলেন, 'আমি চলচ্চিত্রে কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত। চাইলে যে কোনো ভালো প্রযোজনা সংস্থাই আমাকে নিয়ে কাজ করতে পারেন।' এ ঘোষণার কিছুদিন পরই বোল পাল্টিয়ে তিশা জানান, সিনেমায় অভিনয় করতে মোটেই আগ্রহী নন তিনি। টেলিভিশন ইন্ডাস্ট্রিতেই ভালো আছেন। সামনে কখনো করবেন কিনা তাও জানেন না তিনি। টেলিভিশন নাটকের এ সময়ের ব্যস্ত আরেক অভিনেত্রী সাফা কবির। টিভি নাটকে কাজ করে এরই মধ্যে নিজের অভিনয়ের ঝলক দেখিয়েছেন তিনি। চলচ্চিত্রে কাজের আগ্রহও প্রকাশ করেছেন। সাফা বলেন, 'অবশ্যই আমার ইচ্ছে আছে চলচ্চিত্রে কাজের বিষয়ে। যখন মনের মতো গল্প পাবো এবং অনেক মেধাবী, গুণী একজন পরিচালকের নির্দেশনায় কাজ করার সুযোগ মিলবে, তখনই চলচ্চিত্রে কাজ করব।' টিভি নাটক, ওয়েব সিরিজের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে নিজের মেধার পরিচয় দিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। ছোটপর্দায় তার এতো নাম-ডাক থাকলেও তাকে দেখা যাচ্ছে না চলচ্চিত্রে। এ সময়ের বেশির ভাগ অভিনয় শিল্পী চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে বেশ আগ্রহী। এ নিয়ে টিভি নাটকের গস্নামার নায়িকা সাবিলা নুর বলেন, 'সত্যি বলতে চলচ্চিত্রে কাজ করা নিয়ে আমার আলাদা আগ্রহ নেই। ছোট কিংবা বড় পর্দাকে আমি কখনও আলাদা করে দেখি না। অভিনয়ই আমার কাছে বড়। সেটা ছোট পর্দা কিংবা বড় পর্দায়ই হোক।'