অনেক দিন পর দেখা মিলবে ঐশ্বর্যর

প্রকাশ | ১৬ মার্চ ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
ঐশ্বরিয়া রাই বচ্চন
অনেক দিন পর দর্শকের সামনে আসছেন ঐশ্বর্য'খ্যাত বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে তার নতুন ছবি 'জ্যাসমিন দ্য স্টোরি অব ওম্ব'। ছবির কাহিনী সারোগেট মাদারকে কেন্দ্র করে। এই সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করেছেন অ্যাশ। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে 'জ্যাসমিন' ছবিটি। ছবির প্রেক্ষাপট গুজরাতের পুস্কর। ছবিটি পরিচালনা করবেন 'টয়লেট এক প্রেম কথা' ছবি খ্যাত পরিচালক শ্রী নারায়ণ সিং এবং প্রেরণা অরোরা। 'জ্যাসমিন' নিয়ে ঐশ্বরিয়া রাই জানান 'গুজরাটের এক মহিলার কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। ওই মহিলা মা হতে চান কিন্তু সন্তানের প্রতিপালন করতে চান না। তাই সারোগেসির মাধ্যমে মা হয়ে সেই সাধ পূরণ করার ইচ্ছা জাগে। কিন্তু মা হওয়ার পর সন্তানের প্রতি টান বোধ করেন। ধীরে ধীরে সন্তানের প্রতি আকৃষ্ট হতে শুরু করেন। এবং নিজের সন্তানকে ফিরে পেতে চান।' ছবিটি নিয়ে আশাবাদী কণ্ঠে ঐশ্বরিয়া বলেন, আমি নিজেও মুখিয়ে আছি ছবিটি মুক্তির জন্য। কারণ এ ধরনের গল্প ও চরিত্রে এবারই প্রথম অভিনয় করলাম। অনেক ভালো লেগেছে ছবিটিতে কাজ করে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।' এ ছবি ছাড়াও এ বছর আরও দুটি ছবি মুক্তি পাবে ঐশ্বরিয়ার। বর্তমানে তিনি ব্যস্ত আছেন গুণী পরিচালক মনি রত্নমের নতুন একটি ছবি নিয়ে। কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস 'পন্নিয়ান সেলভান' অবলম্বনে সিনেমা তৈরি করতে চলেছেন মণি রত্নম। বিগ বাজেটের এই ঐতিহাসিক ছবিতে অমিতাভ বচ্চনের নাম আগেই ভেবেছিলেন পরিচালক। এবার সে ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন ঐশ্বরিয়াও। নতুন এ ছবি নিয়ে ঐশ্বরিয়া বলেন, 'এ ছবির গল্প অত্যন্ত মনে ধরেছে আমার। তাছাড়া আমার চরিত্রটিও চমৎকার। আমার বিশ্বাস ছবিটি ভালো লাগবে সবার।'