এবার চলচ্চিত্র পরিচালনায় প্রীতম

প্রকাশ | ১৬ মার্চ ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
আর বি প্রীতম
২০১২ সালে মেধাবী নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমীর হাত ধরে কাজ শুরু করেন আর বি প্রীতম। এরপর বেশকিছু দিন পর নিজেই একক নাটকের পরিচালনা করে নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পান। তখন থেকেই একক নাটক পরিচালনা শুরু তার। 'আমি ভিলেন হতে চাই', 'কেউ জানে না', 'সরকারি কর্মকর্তা', 'অতঃপর জয়ী', 'টুনাটুনির গল্প', 'ডেঞ্জারম্যান', 'হাইওয়ে', 'ট্রিপ টিন'সহ বেশকিছু নাটক পরিচালনার পর দর্শকপ্রিয়তা পান তিনি। টিভি বিজ্ঞাপনেও কাজ করে সাড়া পান তিনি। তার পরিচালনায় 'গ্রামীণফোনের ওমেন্স ডে', 'রবি মাদারস ডে', 'ইউনিলিভার পিউর ইট', 'এলজি এবং ইকো মাইক্রোওভেন', 'রিন টিচার্স ডে', 'স্যামসং ইনফিনিটি স্টোর'সহ বেশকিছু বিজ্ঞাপন পরিচালনা করেছেন তিনি। বর্তমানে ওয়েব সিরিজের কাজ নিয়েও ব্যস্ত আছেন তিনি। আর বি প্রীতম 'লিস্ট', 'হাফ', 'প্রজাপতির সংসার' এবং আইফ্লিক্সের জন্য 'ভয়', 'তিলোত্তমা ঢাকা', 'ডবিস্নউ টি এফ' নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেও খ্যাতি পান। বর্তমানে রানআউটে যোগ দিয়ে নিয়মিত বেশকিছু কাজ করছেন তিনি। এ প্রতিষ্ঠানের ব্যানারে কাজ করা এবং সামনে চলচ্চিত্রের পরিচালনা নিয়ে ভাবনা কী জানতে চাইলে আর বি প্রীতম বলেন, 'রান আউট' বাংলাদেশের বড় প্রোডাকশন হাউস। এমন ভালো জায়গায় কাজ করলে সুবিধা হলো- নির্দিষ্ট গন্ডির মধ্যে নিজেকে আটকে থাকতে হয় না। বড় পরিসরে চিন্তা করা যায়। কমার্শিয়াল বানানো শিখিয়েছে রান আউট। এটা আমার জন্য বিশেষ একটি প্রতিষ্ঠান। আর চলচ্চিত্র নিয়ে বলতে চাই, আমি কোনো কিছু বানানোর আগে নিজে বিশ্বাস করতে ট্রাই করি। তাই চলচ্চিত্র নিয়ে এমন একটা পর্যায় এর মধ্যে আছি সেটা হচ্ছে যেদিন গল্পটা আমি নিজে বিশ্বাস করতে শুরু করব সেদিনই বানিয়ে ফেলব।