শুভ জন্মদিন তনুশ্রী দত্ত

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
তনুশ্রী দত্ত
বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ইন্ডিয়া তনুশ্রী দত্তের জন্মদিন আজ। ভারতীয় এই মডেল অভিনেত্রী ১৯৮৪ সালের ১৯ মার্চ জন্মগ্রহণ করেন। এবার জন্মদিন উপলক্ষে নিজের চুলে এনেছেন নতুন লুক। ঝাড়খন্ডের জামশেদপুরের একটি রক্ষণশীল বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করা এই বলিউড অভিনেত্রী নিজ শহরের ডিবিএসএস ইংরেজি স্কুল এবং পুণে জুনিয়র কলেজে লেখাপড়া করেন। মডেলিং করার জন্য বিসিএমের প্রথম বছর শেষ করার পরই কলেজ থেকে বাদও পড়েন। তার বোন ইশিতা দত্ত একজন অভিনেত্রী এবং মডেলও। ২০০৫ সালে চকলেট ও আশিক বানায়া আপনে চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে তার বলিউড যাত্রা শুরু হয়। যদিও আশিক বানায়া আপনে চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যর্থ ছিল, কিন্তু এর সঙ্গীত অল টাইম বস্নকবাস্টার রেকর্ড করেছিল। এর আগে তিনি হ্যারি আনন্দের একটি ভারতীয় পপ মিউজিক ভিডিওতে সাইয়ান দিল মিনা আনারে নামে একটি ভিডিওতে অভিনয় করেছিলেন। এটি তখন খুব জনপ্রিয়তা পেয়েছিল। পরে ২০০৩ সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় তনুশ্রী দত্ত জিতে মিস ইউনিভার্স ২০০৪ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে শীর্ষ ১০-এ এসেছিলেন। তনুশ্রীকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১০ সালে, 'অ্যাপার্টমেন্ট' ছবিতে। এদিকে তার হাত ধরেই ভারতে চলমান 'মি-টু' আন্দোলনের গোড়া পত্তন হয়। এই অভিনেত্রী অভিযোগ করে বলেন, ১০ বছর আগে একটি গানের দৃশ্যের শুটিং চলাকালে খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার তার সঙ্গে 'দুর্ব্যবহার' করেছেন। আর এই বিতর্ক তার ক্যারিয়ারে প্রভাব ফেলেছে। এর জের ধরেই বলিউড দুনিয়া ছেড়ে চলে যান যুক্তরাষ্ট্রে। নতুন বড় খবর হলো, আবার ভারতে ফিরছেন তনুশ্রী দত্ত। এখন তিনি ফের বলিউডে কাজ করতে চান। ভক্তদের আশা, তনুশ্রী আবারও অভিনয় দিয়ে তাদের মন জয় করবেন।