দুই দিনব্যাপী পালিত হবে জাতীয় চলচ্চিত্র দিবস

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
জাতীয় চলচ্চিত্র দিবস ৩ এপ্রিল। বরাবরের মতো এবারও পূর্ণ মর্যাদায় উদযাপিত হতে যাচ্ছে দিবসটি। 'জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৯' উদযাপিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী। রোববার বিকালে এফডিসির প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রচার উপকমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় আরও জানানো হয়, ৩ এপ্রিল শবেবরাত হওয়ায় ৪ এপ্রিলেও কিছু অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছে। ৩ এপ্রিল থাকবে উদ্বোধনী অনুষ্ঠান,র্ যালি, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী। বিকাল ৫টার মধ্যেই শেষ হবে প্রথম দিনের অনুষ্ঠান। আর ৪ এপ্রিল বিকালে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে থাকবে আতশবাজি এবং লেজার শো। প্রচার উপকমিটির আহ্বায়ক চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া, সাংবাদিক আব্দুলস্নাহ জেয়াদ, সৈকত সালাহউদ্দিন, আবু সুফিয়ান, মাকসুদুল হক ইমু।