বাপ্পি লাহিড়ীর জন্মদিন আজ

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৩, ০০:০০

বিনোদন ডেস্ক
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর আজ জন্মদিন। ১৯৫২ সালের এই দিনে পশ্চিমবঙ্গের কলকাতায় শাস্ত্রীয় সঙ্গীতে সমৃদ্ধ এক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা অপরেশ লাহিড়ী ছিলেন একজন বাংলা সঙ্গীতের জনপ্রিয় গায়ক। মা বাঁশরী লাহিড়ীও ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ও গায়িকা; যিনি শাস্ত্রীয় ঘরানার সঙ্গীত এবং শ্যামা সঙ্গীতে বিশেষ পারঙ্গমতা দেখিয়েছিলেন। তাদের পরিবারেরই একমাত্র সন্তান বাপ্পি লাহিড়ী। অসংখ্য হিন্দি, বাংলা গানের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে ভারতে এক নামে পরিচিত তিনি। এছাড়াও সঙ্গীত জগতে তিনি বাপ্পি-দা নামেও সমধিক পরিচিত। তিনি নিজের লিখিত অনেকগুলো গান স্বকণ্ঠে ধারণ করেছেন। আশির দশকের চলচ্চিত্র বিশেষ করে ডিস্ক ড্যান্সার, নামক হালাল এবং শরাবীর ন্যায় বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করে তিনি সমাদৃত হন। তিন বছর বয়সেই তবলা বাজাতে শুরু করেন বাপ্পি। তার মায়ের পক্ষের আত্মীয় বিখ্যাত কণ্ঠশিল্পী কিশোর কুমার এবং এস মুখার্জি। পিতা-মাতার সান্নিধ্যে থেকেই তার সঙ্গীতকলায় হাতে খড়ি। এরপর তিনি ১৯ বছর বয়সে দাদু নামক বাংলা চলচ্চিত্রে প্রথম কাজ করেন। বাপ্পি লাহিড়ী বিবাহিত ও দুই সন্তানের জনক। সংসারে তার স্ত্রী চিত্রানী, কন্যা রিমা এবং পুত্র বাপ্পা রয়েছে। তিনি অলঙ্কারের ভক্ত হিসেবে পরিচিতি। সাধারণত তাকে পোশাকের সঙ্গে স্বর্ণের অলঙ্কার এবং কালো চশমা পরিধান করতে দেখা যায়। সঙ্গীত শিল্পী কিশোর কুমার সম্পর্কে তার মামা। গত বছর ১৫ ফেব্রম্নয়ারি দিবাগত রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।