সা ক্ষা ৎ কা র

উপস্থাপনার কাজ খুবই কঠিন

আইনুন পুতুল- মঞ্চ ও ছোটপর্দার অভিনেত্রী। পাশাপাশি ওটিটি, চলচ্চিত্রেও অভিনয় করেন। দেড় যুগের ক্যারিয়ারে কম কাজ করেননি। সম্প্রতি 'সাঁতাও' সিনেমায় কেন্দ্রীয় চরিত্র 'পুতুল' এর ভূমিকায় অভিনয়ের মধ্যদিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। ছোটপর্দায় তার প্রথম কাজ ২০০৬ সালে বাংলাভিশনে প্রচারিত 'ঘাটের কথা' নাটকে কুসুম চরিত্রে। চলচ্চিত্রে অভিনয় করেছেন 'ঘেটুপুত্র কমলা', 'বৃহন্নলা', 'কৃষ্ণপক্ষ' প্রভৃতিতে। এ অভিনেত্রীর বর্তমান কাজসহ নানা বিষয়ে কথা বলেছেন মাতিয়ার রাফায়েল

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
নতুন কাজের কি এখন? প্রচার চলতি আগের ধারাবাহিক আশিষ রায়ের জবা, কায়সার আহমেদের বকুলপুর সিজন টু নাটকগুলোর কাজ তো চলছেই পাশাপাশি নতুন একটা ধারাবাহিক নাটকের কাজ নিয়েও কথাবার্তা চলছিল। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এটা থমকে আছে। আরও কয়টি কাজ করা আছে। এর মধ্যে এস এম শাহিন ভাইয়ের ধারাবাহিক নাটক 'একটি গ্রাম একটি শহর' যাবে বৈশাখী টিভিতে, নাগরিক টিভিতে যাবে সোহেল রানা ইমনের ধারাবাহিক 'সরাসরি সম্প্রচার', দুরন্ত টিভিতে যাবে 'টুমরো'। একই টিভিতে 'দাদুর জাদু', 'হৈ হৈ হলস্না'- পুনঃপ্রচারিত হচ্ছে। এছাড়া ডিসেম্বর থেকে আবার শুরু হবে এজাজ মুন্না ভাইয়ের ধারাবাহিক নাটকের কাজ। এর মধ্যে একটা সেলিম রেজা ভাইয়ের সিঙ্গেল নাটকের কাজ করেছি। সামনে কোনো একটা চ্যানেলে এটার প্রচার হবে। এ ছাড়া এর মধ্যে 'সাঁতাও' সিনেমাটি নিয়ে এনটিভি, এটিএনসহ বিভিন্ন টিভি চ্যানেলে 'মুখোমুখি' কথা বলতে হয়েছে। যেসব নাটকে কাজ করছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। বিশেষ করে আশিষ রায়ের 'জবা' ধারাবাহিকটিতে কাজ করে খুবই ভালো লাগছে। বেশ ভালো প্রশংসা পাচ্ছি। এই ধারাবাহিকে আমি অন্যতম একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। গল্পটি আমাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তখন তো তাতে ভালো লাগাটাই স্বাভাবিক। সামনে চলচ্চিত্রে শুধু কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করবেন নাকি পার্শ্বচরিত্রেও? এখন আমার হাতে কোনো সিনেমা না থাকলেও সামনে আমি যদি কোনো চলচ্চিত্রে অভিনয় করি তাহলে কেন্দ্রীয় চরিত্রই আমার টার্গেট থাকবে। গুরুত্বহীন, পার্শ্বচরিত্রে আর অভিনয় করার ইচ্ছে নেই। যদি চলচ্চিত্রে অভিনয় করি তাহলে মেইন প্রোটাগনিস্ট হয়েই কাজ করতে চাই। নয়ত শুধু ছোটপর্দা, বা মঞ্চেই কাজ করে যাব। উপস্থাপনা কেমন উপভোগ করেন? উপস্থাপনা আমি ২০১২ সাল থেকে করে আসছি। বৈশাখী টেলিভিশনে দু'টি প্রোগ্রামের সঙ্গে দীর্ঘদিন ধরে আছি। একটি গোল্ডেন সং এবং আরেকটি ফোক অনুষ্ঠানের। উপস্থাপনাটা আসলে আমার শখের জায়গা থেকে করা হয়। এটা খুবই কঠিন কাজ। আমি এখনো শিখছি। আমার মনে হয়, এটা এখনো অনেক শেখার বাকি আছে। সে হিসেবে আমি আসলে নিজেকে উপস্থাপিকাও বলতে চাই না। মঞ্চে কোনো কাজ করছেন? আমার দলের নাম 'ঢাকা আরশীনগর থিয়েটার'। সম্প্রতি এই দলের একটি নতুন নাটক মঞ্চস্থ হয়েছে। তবে এর সঙ্গে আমি সরাসরি না থাকলেও এর কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলাম। সময় স্বল্পতার জন্য এখন আমার মঞ্চে অভিনয় করা হয় না। ঢাকা থেকে টলিউড-বলিউডে নতুন অনেকে যাচ্ছেন- ডাক আসলে যাবেন? একজন অভিনয় শিল্পী হলিউড থেকে শুরু করে যেখানেই সুযোগ পাবেন, যার যেখানে লাক ফেভার করবে- সেখানেই অভিনয় করা উচিত। যদি গল্প, চরিত্র ভালো হয় শুধু টলিউড, বলিউড কেন- পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রিতেই কাজ করা উচিত- যদি তাতে সম্মান ও মর্যাদা থাকে। তবে আমি নিজে বাইরে অভিনয়ের ব্যাপারে কিছু ভাবছি না।