সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ঈদের নাটকে নাবিলা বিনোদন রিপোর্ট ঈদের নাটকে জুটি বাঁধলেন জাহিদ হাসান ও নাবিলা। হানিফ পালোয়ানের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ নাটকের নাম 'আমি একজন ভদ্রলোক'। শহরের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে এই নাটকটি। গল্পে দেখা যাবে, ফারাবি একজন ভদ্রলাক। মা অনেক কষ্ট করেও বিয়ে দিতে পারছেন না। ফারাবি বিয়ের কথা শুনলেই তার লজ্জা লাগে ও ভীত হয়ে ওঠে। ফারাবির বাবা জন্মের আগেই মারা গেছে, তাই মায়ের দায়িত্ব একটু বেশি ফারাবির প্রতি। মা খুব করে ধরেছে, মেয়ে দেখতে যেতেই হবে। মেয়েপক্ষের সঙ্গে কথা দিয়ে ফেলেছে। ফারাবিকে একপ্রকার জোর করেই কনের বাড়িতে নেয়। ফারাবি কনের বাড়ি থেকে উধাও হয়ে যায়। সেখানে তাকে পাওয়া যায় না। বাড়ির সবাই তাকে খুঁজতে থাকে। এভাবেই এগিয়ে যায় কমেডি নাটকটি। নাটকটির রচয়িতা ও নির্মাতা হানিফ পালোয়ান জানান, শুটিং শেষে নাটকটি এখন সম্পাদনার টেবিলে। স্মার্ট করপোরেশন প্রযোজিত নাটকটির নির্বাহী প্রযোজক মো. জাফর আলী। আরমান আলিফের 'আসাম' বিনোদন রিপোর্ট 'অপরাধী' খ্যাত তরুণ সংগীতশিল্পী আরমান আলিফ। বরাবরের চেয়ে এবার ভিন্ন ঘরানার একটি গান নিয়ে হাজির হয়েছেন তিনি। 'আসাম' শিরোনামের গানের কথা লিখেছেন স্যামুয়েল হক। সুর করেছেন জিমি শাহ। সংগীতায়োজন করেছেন নমন। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন বিকাশ সাহা। প্রকাশিত মিউজিক ভিডিওতে দেখা যায়, পাহাড়ি অঞ্চলের এক প্রেমিক যুগলকে। যারা শৈশব থেকে একসঙ্গে বেড়ে উঠেছে। কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা তাদের এ সম্পর্কে ছেদ টানে। এই প্রেমিক যুগলের চরিত্রে অভিনয় করেছেন শুভ্র ও অনন্যা। নতুন গান নিয়ে ইলিয়াস হোসাইন বিনোদন রিপোর্ট আরো একটি নতুন গান ভিডিও নিয়ে এলেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন। এ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোহনা। গানটির শিরোনাম 'ও জান'। কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর করেছেন ফাজবির। আর সংগীতায়োজনে ছিলেন রেজওয়ান শেখ। ইলিয়াসের 'ও জান' লিরিক্যাল ভিডিওটি মঙ্গলবার বিকালে প্রকাশ হয়েছে এফ আর এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। নতুন গান নিয়ে ইলিয়াস বলেন, অনেক সুন্দর কথা-সুরের একটি গান। আমার গাইতে বেশ ভালো লেগেছে। বেশ ভিন্নতা আছে পুরো কাজটিতে। গানটি সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।