যাত্রা শুরু করল 'মিশন এক্সট্রিম'

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত সিনেমা 'মিশন এক্সট্রিম'র শুটিং। বুধবার থেকেই চালু হয়েছে ক্যামেরা। পরিচালক ফয়সাল আহমেদ জানান শুটিংয়ে অংশ নিয়েছেন ছবির সব কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পীরা। ফয়সাল আহমেদ বলেন, 'শুটিং শুরু করেছি, আশা করছি এক মাস শুটিং চলবে। এই এক মাস ঢাকাতেই হবে শুটিং। আর এখন উত্তরায় শুটিং চলছে।' 'ঢাকা অ্যাটাক' ছবির প্রর আরও বড় প্ররিসরে হচ্ছে 'মিশন এক্সট্রিম'। প্রুলিশ অ্যাকশন থ্রিলার ঘরানার দেশের দ্বিতীয় সিনেমা এটি। ছবির গল্পকার পুলিশ স্পেশাল ফোর্সের কর্মকর্তা সানী সানোয়ার। 'ঢাকা অ্যাটাক' ছবির গল্পও তার লেখা ছিল। 'মিশন এক্সট্রিম' ছবিতে অভিনয় করছেন আরিফিন শুভ। স্পেশাল ফোর্সের প্রধানের চরিত্রে অভিনয় করছেন তিনি। আছেন মিস বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। পুলিশের চরিত্রে অভিনয় করবেন সাদিয়া আন্দালিব নাবিলা। 'ঢাকা অ্যাটাক' সিনেমায় খলনায়ক নিয়ে যেমন চমক ছিল, 'মিশন এক্সট্রিম' এ রয়েছে তেমন খল চরিত্রের অভিনেতাদের একটি দল। তারা হলেন তাসকিন রহমান, ইরেশ যাকের। ছবিতে আরও আছেন সৈয়দ আরেফ, মনোজ কুমার, রাশেদ মামুন অপু। শুটিংয়ের আগে অভিনয়শিল্পীদের নিয়ে 'মিশন এক্সট্রিম' ছবির টিমের রিহার্সেলও হয়েছে। সবকিছু বেশ ভালোভাবে প্ররিকল্পনা করেই শুটিংয়ে নেমেছেন প্ররিচালক, শিল্পী ও কলাকুশলীরা।