চার সিনেমার অপেক্ষায় সুষমা

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

বিনোদন রিপোর্ট
মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী সুষমা সরকার। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার তার। টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করছেন নিয়মিত। শুরুতে টেলিভিশন নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও এখন চলচ্চিত্রে বেশি মনোযোগী। তার অভিনীত চারটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হচ্ছে, আমিনুর রহমান পার্থ পরিচালিত সরকারি অনুদানের শিশুতোষ সিনেমা 'ভোর', নুরুল আলম আতিকের 'পেয়ারার সুবাস', রফিকুল আনোয়ার রাসেলের সরকারি অনুদানের ছবি 'একাত্তর: করতলে ছিন্নমাথা' ও লিটন কর পরিচালতি 'আইসিইউ'। এ ছাড়াও সানী সানোয়ারের 'এষা মার্ডার' সিনেমাতেও যুক্ত হয়েছেন তিনি। আগামী বছর পর্যায়ক্রমে সিনেমাগুলো মুক্তি পাবে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও অভিনয় চালিয়ে যাচ্ছেন সুষমা। আগামী ১৭ ডিসেম্বর থেকে মাছরাঙা টিভিতে শুরু হচ্ছে তার অভিনীত দীর্ঘ ধারাবাহিক 'ক্যাম্পাস'। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নানা গল্প উঠে আসবে এই নাটকে। নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এ ধারাবাহিকে বাংলার অধ্যাপকের চরিত্রে অভিনয় করেছেন সুষমা। চলমান কাজ নিয়ে সুষমা সরকার বলেন, এখন সিনেমাতেই মনোযোগী। তবে নাটকের কাজও করছি। অনেক দিন পর একটা ভালো সিরিয়ালে যুক্ত হয়েছি। 'ক্যাম্পাস' ধারাবাহিকের গল্পটা দারুণ। বর্তমান প্রজন্ম গল্পটি দারুণভাবে গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। তিনি আরও বলেন, সব মাধ্যমের জন্যই আমি প্রস্তুত। তবে কনটেন্টটা গুরুত্বপূর্ণ। বিশ্বায়নের যুগে ভালো কনটেন্ট না হলে কেউ দেখে না। ওটিটি প্যাটফর্ম চরকির একটি কাজের সঙ্গেও যুক্ত হয়েছি।