শুভ জন্মদিন : কঙ্গনা

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
কঙ্গনা রানৌত
আজ ২৩ মার্চ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌতের জন্মদিন। ১৯৮৭ সালের এ দিনে হিমাচল প্রদেশের মান্দি জেলার একটি ছোট শহরের রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতা আশা রানাওয়াত একজন স্কুল শিক্ষিকা এবং তার পিতা অমরদ্বীপ রানাওয়াত একজন ব্যবসায়ী ছিলেন। তার রাঙ্গোলী নামের একটি বড় বোন এবং আকশাত নামে ছোট ভাই রয়েছে। কঙ্গনার পিতামহ সারজু সিং রানৌত আইনসভার একজন খ্যাতনামা সদস্য ছিলেন এবং তার দাদিমা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একজন কর্মকর্তা ছিলেন। তিনি ভাম্বলার পৈতৃৃক বাড়িতে যৌথ পরিবারের মধ্য দিয়ে লালিত-পালিত হন এবং তার শৈশবকাল 'সাধারণ ও সুখী' ছিল বলে বর্ণনা করেন। জীবনের অনেকগুলো বছর কাটিয়ে তিনি নিজেকে বলিউড চলচ্চিত্রে অন্যতম একটি জায়গায় অধিষ্ঠিত করেছেন। তিনি মোট ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে ২ বার সেরা অভিনেত্রী হিসেবে ও একবার সেরা সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান। এছাড়াও তিনি ৩টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। কঙ্গনা মিডিয়াতে তার সৎ মতামত প্রকাশের জন্য জনসাধারণের কাছে বিশেষভাবে সুপরিচিত এবং নিজেকে অন্যতম একজন ভারতীয় সেলিব্রেটি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি দিলিস্নতে ইন্ডিয়াটুডে কনক্লেভ নামে একটি কনফারেন্সে অংশ নিয়েছিলেন কঙ্গনা। সেখানে বলিউডের খ্যাতিমান পরিচালক করণ জোহরকে মানসিক রোগী বলে মন্তব্য করে আলোচনা-সমালোচনার জন্মদেন। এসময় কঙ্গনা করণকে পরামর্শ দিয়ে বলেন, 'করণ একজন মিথ্যাবাদী। তার উচিত চবনপ্রাস সেবন করা। এতে তার মানসিক সুস্থতা আসতে পারে।' সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত ঝাঁসির রানীর জীবনী নিয়ে নির্মিত ছবি 'মনিকর্ণিকা'। ছবিটি এখনো ব্যবসা করছে বক্স অফিসে।