প্রথমবার একসঙ্গে অ্যান্ড্রু কিশোর সাবিনা ইয়াসমিন!

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
শিরোনাম দেখে অনেকেই হয়তো কৌতূহলী হয়ে উঠতে পারেন। গানের জগতের জীবন্ত এই দুই কিংবদন্তি একসঙ্গে অসংখ্য পেস্নব্যাক এবং স্টেজ শো করলেও এবারই প্রথমবার প্রথম বাংলাদেশ বেতারের জন্য গাইলেন তারা। নৃগোষ্ঠীদের নিয়ে তিন ভাষার একটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্রু কিশোর- সাবিনা ইয়াসমিন। ফেরদৌস হোসেন ভূঁইয়ার কথায় 'আমাদেরও আছে সম-অধিকার' শিরোনামে গানটির সুর-সংগীত করেছেন বিশিষ্ট সংগীত পরিচালক ফরিদ আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় গারো, হাজং ও বাংলা ভাষায় লেখা গানটি গেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপমহাদেশের এই দুই কিংবদন্তি। গানটি ১ এপ্রিল থেকে বাংলাদেশ বেতারে প্রতি সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে বাণিজ্যিক কার্যক্রমে প্রচার হবে বলে বেতার কর্তৃপক্ষ জানিয়েছেন।